ইউটিউব চ্যানেল হ্যাকড, বাংলাদেশের খেলা সম্প্রচার নিয়ে সংশয়

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) স্ট্রিমিং পার্টনার স্পোর্টজওয়ার্কজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হ্যাকড হয়ে গেছে। চ্যানেলটি হাতছাড়া হয়ে যাওয়ার খবর জানিয়ে অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের খেলার সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে সাফ কর্তৃপক্ষ।

আজ ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ও শেষ পর্বে বাংলাদেশের মেয়েরা নেপালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এই ম্যাচের আগে চ্যানেলটির নিয়ন্ত্রণ পাওয়ার সম্ভাবনা নেই।

এক বিবৃতিতে সাফ বলেছে, 'আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের স্ট্রিমিং পার্টনার স্পোর্টজওয়ার্কজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গেছে এবং বর্তমানে সেটি পাওয়া যাচ্ছে না।'

'এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ভুটানের থিম্পুতে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে ঘটল, যখন দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে খেলাটি উপভোগ করার জন্য অপেক্ষা করছিলেন। সাফ এবং স্পোর্টজওয়ার্কজ দ্রুত এই সমস্যা সমাধানের এবং ম্যাচের সরাসরি সম্প্রচার ফিরিয়ে আনার জন্য কাজ করছে।'

এই আসরে ভারত তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অন্যদিকে বাংলাদেশ সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই অবস্থান করছে।

Comments