প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ বিরতির পর দেখালো আরও দাপট। সুরভী আকন্দ প্রীতি দারুণ ঝলক দেখিয়ে করলেন হ্যাটট্রিক, ফলে পাত্তাই পায়নি নেপাল।
বুধবার ভুটানের থিম্পুতে নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পয়নশিপেরর ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের ৩৯ মিনিটে থুনুই মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির খানিক আগে প্রীতি বাড়ান ব্যবধান, প্রথমার্ধের যোগ করা সময়ে ভুমিকা নেপালের হয়ে ব্যবধান কমান।
বিরতির পর আরও গুছানো ফুটবল উপহার দিতে থাকে বাংলাদেশ। ৭১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ফাঁকায় দাঁড়ানো প্রীতি পা দিয়ে ঠোকা মেরে বল জালে জড়ান। ৮৭ মিনিটে সতীর্থের ক্রস থেকে নিজের হ্যাটট্রিক ও দলের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।
এই জয়ের ফলে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো ৯। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। শেষ ম্যাচে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে কমপক্ষে তিন গোলের ব্যবধানে হারাতে হবে।
Comments