ইতালির সর্বোচ্চ লিগে মুসোলিনির প্রপৌত্রের অভিষেক

Romano Floriani Mussolini

ইতালির ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা হলো রোববার রাতে। একনায়ক বেনিতো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি অবশেষে ইতালিয়ান সিরি আ-তে পা রাখলেন। ইতিহাসের এক বিতর্কিত নামের উত্তরসূরি হলেও রোমানো মাঠে নামলেন শুধুই একজন ফুটবলার হিসেবে, আর অভিষেক ম্যাচেই হয়ে উঠলেন দলের নায়ক।

২২ বছর বয়সী রোমানো খেলতে নেমেছিলেন ম্যাচের ৮৩তম মিনিটে, যখন ক্রেমনেজে ও সাসোলো লড়ছিল ২–২ সমতায়। সময়ের কাঁটা এগোচ্ছিল, ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছে মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি যেন নাটকীয়ভাবে দলের সুযোগ তৈরি করে দেন। ৯২ মিনিটে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন তিনি। সেই পেনাল্টি থেকে ডি লুকা গোল করলে ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত হয় ক্রেমনেজের। সিরি আ-তে প্রথম ম্যাচেই দলের জয়ে এমন অবদান যে কোনো তরুণ ফুটবলারের জন্য স্বপ্নের মতোই।

রোমানোর যাত্রা সহজ ছিল না। রোমার একাডেমি দিয়ে শুরু, তারপর লাজিওর যুব দলে নিজের জায়গা তৈরি, মাঝে জুভেন্টাস স্টাবিয়া ও পেসকারায় লোনে খেলা—সব মিলিয়ে ধাপে ধাপে তিনি নিজেকে প্রমাণ করে এসেছেন। লাজিও এখনও তার মূল ক্লাব, তবে এই মৌসুমে তিনি ধারে খেলছেন ক্রেমনেজের হয়ে। সিরি আ-তে অভিষেক ম্যাচই যেন তার ধৈর্যের পুরস্কার হয়ে এলো।

রোমানো মুসোলিনির পারিবারিক পরিচয় ইতালিতে আলোচনার ঝড় তুলতে বাধ্য। স্বৈরশাসক বেনিতো মুসোলিনির নাম এখনও ইতালির ইতিহাসে এক জটিল স্মৃতি। তবে রোমানো বহুবার বলেছেন—তার নাম বা বংশপরিচয় নয়, ফুটবলই তার পরিচয়। মাঠে তিনি শুধু একজন রাইটব্যাক, যিনি দলের জন্য লড়তে জানেন।

গত মৌসুমে তিনি জুভে স্তাবিয়ার হয়ে সেরি বি-তে খেলেছেন। সেই ক্লাবে তার প্রথম এবং একমাত্র গোলটি কিছু ভক্ত ফ্যাসিবাদী স্যালুট দিয়ে এবং তার পদবি চিৎকার করে উদযাপন করেছিল।

শীঘ্রই জেমি ভার্ডিকে সতীর্থ হিসেবে পেতে পারেন ফ্লোরিয়ানি মুসোলিনি। প্রাক্তন লেস্টার সিটি স্ট্রাইকার এবং প্রিমিয়ার লিগ জয়ী এই খেলোয়াড় ফ্রি এজেন্ট হিসেবে সদ্য সিরি-আতে উন্নীত এই দলে যোগদানের বিষয়ে আলোচনা করছেন।

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

2h ago