রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারিয়ে সান্ত্বনা পেল বাংলাদেশ

ভারতের কাছে আগেই শিরোপা হারাতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলকে। তবে শেষ ম্যাচে কিছুটা প্রতিশোধ নেওয়া হলো বাংলাদেশের মেয়েদের। রোমাঞ্চকর এক লড়াইয়ে ভারতকে হারিয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।
ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে ভারতকে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।
পুরো ম্যাচজুড়ে উত্থান-পতনের পর নির্ধারিত হলো একেবারে শেষ মুহূর্তে। সৌরভী আখন্দ প্রীতির দূরপাল্লার শট ভারতের গোলরক্ষক ফসকে ফেললে, সেই বল প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। সেই গোলেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই লড়াইয়ে আক্রমণাত্মক ছিল বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে মামণি চাকমা ও আলপি আক্তারের গোলে এগিয়ে যায় দল। বিরতির পরই প্রীতি দলকে আরও এগিয়ে দিলেন ৩-১ ব্যবধানে। কিন্তু সহজে হার মানেনি ভারতীয়রা। টানা দুটি দারুণ গোল করে সমতায় ফিরে আসে তারা।
এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত, শেষ সেকেন্ডে প্রীতির শট আর ভারতের ভুলে বাংলাদেশ পেয়ে যায় বিজয়ের হাসি। যদিও এর আগে টানা পাঁচ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই চার দলের আসরের শিরোপা নিশ্চিত করে ফেলেছিল ভারত।
এর আগে গ্রুপপর্বে প্রথম দেখায় বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল ভারত এবং ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজেরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এভাবে নাটকীয় জয় পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের কিশোরী ফুটবলারদের জন্য প্রেরণার নতুন উৎস হয়ে থাকবে।
Comments