ফাইনালে এসে মেসিদের স্বপ্নভঙ্গ

Lionel Messi

লিওনেল মেসির ইন্টার মায়ামি লিগস কাপের ফাইনালে এসে হোঁচট খেল সিয়াটল সাউন্ডার্সের কাছে। যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি ঘরে তোলে সিয়াটল।

মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো নিয়ে হওয়া লিগস কাপের এবারের আসরে ইন্টার মায়ামিকে ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। মেসি যোগ দেওয়ার পর থেকে দলটির খেলা ঘিরে দর্শকদের প্রত্যাশাও ছুঁয়ে যায় আকাশে। তবে ফাইনালে সেই উজ্জ্বলতা দেখা যায়নি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিয়াটল ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। বিরতির পর আরও দুই গোল করে ব্যবধান বাড়ায় এমএলএসের এই শক্তিশালী ক্লাব। বিপরীতে মেসি ও সুয়ারেজের আক্রমণ বারবার ভেঙে যায় প্রতিপক্ষ রক্ষণের দেয়ালে। গোলমুখে সুযোগ সৃষ্টি করলেও ফিনিশিংয়ে ব্যর্থ হন আর্জেন্টাইন তারকা।

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় ব্যবধানেই হার মানতে হয় ইন্টার মায়ামিকে। মেসির যোগদানের পর প্রথম বড় ফাইনাল জয় থেকে বঞ্চিত হলো ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি। অন্যদিকে, সিয়াটল সাউন্ডার্সের কাছে এ জয় নতুন ইতিহাস—তাদের প্রথম লিগস কাপ শিরোপা।

এই হার মায়ামির জন্য বড় ধাক্কা হলেও মৌসুমে এখনো আরও কয়েকটি প্রতিযোগিতা সামনে আছে। তাই মেসি-সুয়ারেজদের লড়াই নতুন করে শুরু করার সুযোগ থাকছেই।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago