এখনও ফিরতে 'প্রস্তুত নন' কিয়েসা

ফেদেরিকো কিয়েসাকে ধারণা করা হয়েছিল ইতালির ভবিষ্যৎ। ২০২১ ইউরো শিরোপা ঘরে তোলার অন্যতম কারিগরই ছিলেন এই তারকা। কিন্তু চোট আর অফফর্মে অনেক দিন থেকেই নিজেকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। সম্প্রীতি লিভারপুলের হয়ে ভালো খেলছেন। তবে এখনও জাতীয় দলে ফেরার মতো প্রস্তুত নন বলেই কোচ জেন্নারো গাত্তুসোকে জানিয়েছেন তিনি।

দায়িত্ব নিয়েই প্রথম সংবাদ সম্মেলনে গাত্তুসো জানালেন কিয়েসার বিষয়টি। জাতীয় দলে ফেরার জন্য এখনও প্রস্তুত নন বলে জানান তিনি। তবে এই শূন্যতা পূরণের জন্য তিনি ভরসা রাখছেন একঝাঁক তরুণের ওপর, যারা নিজেদের সাহস আর দক্ষতা দিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে আজ্জুরিদের।

কিয়েসা লিভারপুলের হয়ে চলতি প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে গোল করলেও জাতীয় দলে যোগ দেননি। এ প্রসঙ্গে গাত্তুসো বলেন, 'আমি কিয়েসার সঙ্গে কথা বলেছি এবং আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি। সে পুরোপুরি প্রস্তুত হয়ে ফিরতে চায়। আপাতত সে ১০০ শতাংশ ফিট মনে করছে না। আমরা শান্তভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি।'

কিয়েসার জায়গা পূরণে রাসপাদোরিকে বিকল্প হিসেবে দেখছেন গাত্তুসো, 'রাসপাদোরি প্রথম কয়েক ম্যাচে ১০–২০ মিনিট করে খেলেছে। তার বৈশিষ্ট্য কিয়েসার মতো নয়, তবে সে ভিন্ন কিছু দিতে পারে যা আমার দরকার।' এই গ্রীষ্মেই সাবেক নাপোলি ফরোয়ার্ড রাসপাদোরি যোগ দিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদে।

তবে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেল নতুনদের নিয়ে। বোলোনিয়ার ফাব্বিয়ান, ইন্টার মিলানের পিও এসপোসিতো এবং লিভারপুলের জিওভান্নি লেওনিকে দলে ডেকেছেন গাত্তুসো, 'যখন আমি একজন খেলোয়াড়কে দেখি, প্রথমেই তার ব্যক্তিত্ব আমাকে প্রভাবিত করতে হবে। আমার মনে হয় এই তরুণরা এখনই অভিজ্ঞ খেলোয়াড়ের মতো খেলার সামর্থ্য রাখে। গত মৌসুমে আমি লেওনিকে লুকাকুর বিপক্ষে খেলতে দেখেছি। ওরা প্রস্তুত। হয়তো আমাদের সময়ে এই বয়সে এত সাহস ছিল না, কিন্তু ওদের আছে। আমি এজন্যই ওদের পুরস্কৃত করতে চেয়েছি।'

অভিজ্ঞতার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতেই গাত্তুসো বলেন, 'পুরোপুরি প্রস্তুত বলা কঠিন। প্রস্তুতি আসে অভিজ্ঞতা থেকে। যত বেশি খেলবে, ততই তারা বেড়ে উঠবে। ফাব্বিয়ান অনেকটা ফ্রাত্তেসির মতো, বক্সে ঢুকে খেলা তৈরি করে, শারীরিক দিক থেকেও শক্তিশালী এবং সঠিক সময়ে দৌড়াতে পারে। আমি ওকে ডেকেছি কারণ ওর খেলার ধরণ ফ্রাত্তেসির সঙ্গে মেলে। পিও টেকনিক্যালি খুব শক্তিশালী। লেওনি, যার জন্ম ২০০৬ সালে, তার গতি দারুণ। আমি কাউকেই উপহার হিসেবে ডাকিনি, বরং বিশ্বাস করি তাদের নির্দিষ্ট গুণ আছে যা এই দলে মানিয়ে যাবে।'

বের্গামোতে গাত্তুসোর অধীনে ইতালি প্রথম ম্যাচ খেলবে ৫ সেপ্টেম্বর এস্তোনিয়ার বিপক্ষে। এরপর ৮ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির ডেব্রেসেনে। নতুন দায়িত্বে অভিষেক ম্যাচ দিয়েই গাত্তুসো শুরু করতে যাচ্ছেন তার আজ্জুরি অধ্যায়।

সবকিছু মিলিয়ে নতুন যাত্রায় ইতালিকে নেতৃত্ব দেবেন জেন্নারো গাত্তুসো। তার অধীনে ৫ সেপ্টেম্বর বের্গামোতে এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামবে আজ্জুরিরা। এরপর ৮ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে ম্যাচ হবে হাঙ্গেরির ডেব্রেসেনে নিরপেক্ষ ভেন্যুতে। গাত্তুসোর বিশ্বাস, অভিজ্ঞদের সঙ্গে তরুণদের সমন্বয়েই গড়ে উঠবে ইতালির নতুন ভবিষ্যৎ।

Comments

The Daily Star  | English

DU student Ali Husen slapped with 6-month suspension for threatening rape

He posted a Facebook status, threatening to organise a "march for gang rape" against Fahmida

49m ago