‘এটি ছিল টেকনিক্যাল সিদ্ধান্ত’: নেইমারকে বাদ দেওয়ার ব্যাখ্যা আনচেলত্তির

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন নেইমারকে সর্বশেষ দলে না রাখার সিদ্ধান্তটি ফিটনেসজনিত নয়, বরং একেবারেই টেকনিক্যাল কারণে নেওয়া হয়েছে।
আগামীকাল রিওতে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে আনচেলত্তি বলেন, 'এটি অনেক বিষয় বিবেচনা করে নেওয়া একটি টেকনিক্যাল সিদ্ধান্ত।'
তিনি বলেন, 'নেইমারের প্রতিভা নিয়ে কারও সন্দেহ থাকতে পারে না, তবে আমরা প্রতিদিন প্রতিটি খেলোয়াড়ের ফিটনেস মূল্যায়ন করি।'
নেইমারকে দলে না রাখায় তার আন্তর্জাতিক ম্যাচে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো। সর্বশেষ তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের ১৮ অক্টোবর। সান্তোসে ফেরার পর থেকে এখন ছন্দে আছেন নেইমার।
নিজে অবশ্য ফিটনেসজনিত উদ্বেগকে ছোট করে দেখিয়েছেন নেইমার। ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের গোলশূন্য ড্রয়ের পর সাংবাদিকদের তিনি বলেন, 'এটি ছিল টেকনিক্যাল সিদ্ধান্ত, আমার শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।'
তবে আনচেলত্তি জোর দিয়ে বলেন, শারীরিকভাবে প্রস্তুত থাকা তার নির্বাচনের ক্ষেত্রে মুখ্য বিষয়। "গুণাগুণ গুরুত্বপূর্ণ, তবে শতভাগ ফিট থাকা এবং দলের জন্য অবদান রাখাই আসল," বলেন তিনি।
ইতালীয় কোচ জানান, প্রায় ৭০ জন খেলোয়াড় সেলেসাও দলে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য তিনি ইতোমধ্যেই একটি "স্থায়ী দল" ভেবে রেখেছেন।
আনচেলত্তি জানান, 'সবচেয়ে বড় ভুল হবে ২৬ জনের তালিকায় গলদ থাকা, ২৪ বছর হয়ে গেছে ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছে। দায়িত্ব বিশাল, তবে একটি গোটা দেশের প্রেরণা বড় পরিবর্তন আনতে পারে।'
ব্রাজিল ৫ সেপ্টেম্বর মারাকানায় চিলির মুখোমুখি হবে, এরপর ১০ সেপ্টেম্বর তারা লা পাজে গিয়ে বলিভিয়ার বিপক্ষে খেলবে।
Comments