প্রতিপক্ষের দিকে থুতু ফেলে ছয় ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

ইন্টার মায়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি। রোববারের লিগস কাপ ফাইনালের পর তিনি সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুতু ফেলে দেন।
সাউন্ডার্স মায়ামিকে ৩-০ গোলে হারানোর পর ম্যাচ শেষে মারামারি শুরু হয়। সুয়ারেজকে সতীর্থ ও কোচরা ধরে রাখার চেষ্টা করেন, এর মধ্যেই তিনি প্রতিপক্ষ দলের এক স্টাফের দিকে থুতু ফেলেন।
ঘটনার সময় মায়ামির মিডফিল্ডার সার্জিও বুসকেটস সিয়াটলের ওবেদ ভার্গাসকে ঘুষি মারেন, আর মায়ামির ডিফেন্ডার তোমাস আভিলেসও আক্রমণাত্মক আচরণে জড়িয়ে পড়েন।
বুসকেটসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, আর আভিলেস তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সহিংস আচরণের কারণে।
কমিটি সাউন্ডার্স কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্টের ওপরও শাস্তি দিয়েছে। লিগস কাপ ২০২৫ প্রতিযোগিতার নিয়ম ৪.২.সি ভঙ্গ করায় তাকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে তারা জানায়, 'লিগস কাপের নিয়ম অনুযায়ী, এই চারজনকে জরিমানাও গুনতে হবে। তাদের নিষেধাজ্ঞা পরবর্তী আসরগুলোতে কার্যকর হবে এবং সম্পূর্ণ হওয়া পর্যন্ত বহাল থাকবে।'
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, 'মেজর লিগ সকার (এমএলএস) প্রয়োজনে খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।'
তবে এমএলএস এখনো অতিরিক্ত কোনো শাস্তি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
লিগস কাপ প্রতি বছর গ্রীষ্মে এমএলএস ও লিগা এমএক্স ক্লাবগুলোর মধ্যে আয়োজিত হয়। তাই নিষেধাজ্ঞাগুলো ২০২৬ আসর পর্যন্ত কার্যকর হবে না। এদিকে, সুয়ারেজ ও বুসকেটসের মায়ামির সঙ্গে চুক্তি এই মৌসুমের শেষে শেষ হয়ে যাবে।
ফাইনালের পর সুয়ারেজ নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, 'ম্যাচ শেষ হওয়ার পর এক উত্তেজনাপূর্ণ ও হতাশাজনক মুহূর্তে কিছু ঘটনা ঘটেছিল, যা হওয়া উচিত ছিল না। তবে তা আমার প্রতিক্রিয়াকে ন্যায্যতা দেয় না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত। এটি সেই চিত্র নয়, যা আমি আমার পরিবারকে দেখাতে চাই—যারা আমার ভুলের কারণে কষ্ট পায়, কিংবা আমার ক্লাবকে, যারা এরকম কিছুর প্রাপ্য নয়।'
পরে ইন্টার মায়ামিও এক বিবৃতিতে জানায়, ক্লাব 'লিগস কাপ ফাইনালের পর ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিন্দা জানাচ্ছে।'
Comments