শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ, মূল পর্বের আশা ফিকে

নির্ধারিত সময়ের খেলার ইতি। এরপর যোগ করা চার মিনিটও শেষের পথে। তখনই ঘটল বিপদ। মাত্র ৩০ সেকেন্ড বাকি থাকতে বাংলাদেশের জালে ঢুকল বল। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল যুবারা। এতে মূল পর্বে খেলার আশা আরও ফিকে হয়ে গেল তাদের।
শনিবার ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচে ইয়েমেনের কাছ ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আগের ম্যাচে একই ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে পরাস্ত হয়েছিল তারা।
শক্তিশালী ইয়েমেনের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করে বাংলাদেশ। কোচ সাইফুল বারী টিটু অসুস্থতা থেকে সেরে না ওঠায় ডাগআউটে ছিলেন সহকারী কোচ হাসান আল মামুন। কিন্তু ম্যাচের ৮৭তম মিনিটে লাগে ধাক্কা। মুজিবুর রহমান জনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লাল-সবুজ জার্সিধারীরা। তারপর শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট প্রাপ্তির আশা ভেস্তে যায় তাদের।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে পান মোহামেদ ইসাম আল আওয়ামি। জোরাল শটে জাল কাঁপান মাত্র দুই মিনিট আগে বদলি নামা এই ফরোয়ার্ড।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইয়েমেন। এক ম্যাচ খেলা ভিয়েতনাম ৩ পয়েন্ট পেয়ে অবস্থান করছে দুইয়ে। তিনে থাকা সিঙ্গাপুর সমান ম্যাচে কোনো পয়েন্ট পায়নি। দুই ম্যাচ খেলে তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্টের ঝুলিও শূন্য।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে সৌদি আরবে। মূল পর্বে অংশ নেবে মোট ১৬টি দল। স্বাগতিকদের সঙ্গে খেলবে বাছাইয়ের ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া সবকটি দল এবং রানার্সআপ হওয়াদের মধ্যে সেরা চারটি দল।
এখন পর্যন্ত অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ হয়নি বাংলাদেশের। বর্তমান চিত্র অনুযায়ী, সেই অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা প্রবল। আগামী মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে তারা।
Comments