৫০ মিটারে নিজেদের সেরা টাইমিং ছুঁতে ব্যর্থ রাফি ও অ্যানি

সিঙ্গাপুরে চলমান বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাঁতারু সামিউল ইসলাম রাফি ও অ্যানি আক্তার। তারা দুটি করে মোট চারটি ইভেন্টে অংশ নিয়েছেন।
শনিবার ৫০ মিটারে নিজ নিজ ইভেন্টে অবশ্য হতাশ করেছেন দুজন। কেউই ব্যক্তিগত সেরা টাইমিং ছুঁতে পারেননি।
মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে অ্যানি সময় নেন ৩১.৩৯ সেকেন্ড। এই ইভেন্টে তার ব্যক্তিগত সেরা টাইমিং ৩১.০৫ সেকেন্ড। ১০৪ জন প্রতিযোগীর মধ্যে তিনি সাঁতার শেষ করেন ৯২তম স্থানে।
ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রাফির সময় লাগে ২৭.২১ সেকেন্ড। তার ব্যক্তিগত সেরা টাইমিং ২৬.৯০ সেকেন্ড। ৬৩ জন প্রতিযোগীর মধ্যে এই সাঁতারু পান ৫৫তম স্থান।
এর আগে যদিও ১০০ মিটারে নিজ নিজ ইভেন্টে তুলনামূলক ভালো পারফর্ম করেছিলেন রাফি ও অ্যানি। নিজেদের ক্যারিয়ারসেরা টাইমিং স্পর্শ করেছিলেন তারা।
অ্যানি ১০০ মিটার ফ্রিস্টাইলে সাঁতার শেষ করেছিলেন ১ মিনিট ৮.৪২ সেকেন্ড সময় নিয়ে। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রাফির সময় লেগেছিল ৫৮.৩৬ সেকেন্ড।
বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে কখনও কোনো পদক মেলেনি বাংলাদেশের সাঁতারুদের। টাইমিংয়ে উন্নতি হলেই সেটাকে সাফল্য হিসেবে বিবেচনা করা হয়।
Comments