এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

ছবি: এক্স

আসন্ন এএইচএফ এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে বাংলাদেশ দলকে রাখা হয়েছে 'পুল বি'তে। সেখানে তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে।

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের রাজগিরে অনুষ্ঠিত হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি। ড্র অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। মোট আটটি দল অংশ নেবে এবারের এশিয়া কাপে।

গতকাল এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করে। জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে ভারত সফর করতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান।

বাংলাদেশের অভিযান শুরু হবে আগামী ২৯ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। পরদিন তারা মুখোমুখি হবে চাইনিজ তাইপের। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

পাকিস্তানের পাশাপাশি গত এপ্রিলে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়া ওমানও এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়ায় হওয়া ওই টুর্নামেন্টে তৃতীয় হয়েছিল বাংলাদেশ।

ওমানের জায়গায় সুযোগ পেয়েছে এইচএফ কাপে চতুর্থ হওয়া কাজাখস্তান। 'পুল এ' তে তাদের সঙ্গে আছে ভারত, জাপান ও চীন। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল আগামী বছর বেলজিয়াম-নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় এফআইএইচ হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।

Comments