সামার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের দ্রুততম মানবের মুকুট ফিরে পেলেন ইমরানুর

ছবি: ফিরোজ আহমেদ

চোটের কারণে গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি ইমরানুর রহমান। সেরে উঠে ট্র্যাকে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ রাখলেন ইংল্যান্ড প্রবাসী এই স্প্রিন্টার। সামার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের দ্রুততম মানবের মুকুট ফিরে পেলেন তিনি।

শুক্রবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টে সহজেই সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে অংশ নেওয়া ইমরানুর। তিনি দৌড় শেষ করেন ১০.৬৪ সেকেন্ড (ইলেকট্রনিক টাইমিং) সময় নিয়ে। ঘরোয়া প্রতিযোগিতায় এই নিয়ে ১০০ মিটারে পাঁচবার অংশ নিয়ে প্রতিবারই সেরা হলেন ৩২ বছর বয়সী তারকা।

বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০.৮৬ সেকেন্ড টাইমিং নিয়ে হয়েছেন দ্বিতীয়। তৃতীয় স্থান পাওয়া ইসমাইল হোসেন ১০.৮৮ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেন। এতে দ্রুততম মানবের খেতাব হারিয়েছেন তিনি। ইমরানুরের অনুপস্থিতিতে জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটারে সেরা হয়েছিলেন ইসমাইল।

ছবি: ফিরোজ আহমেদ

চোটে পড়ায় প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল ইমরানুরকে। বাজে সময় কাটিয়ে আলো ছড়িয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'এটা ছিল আমার ফিরে আসার দৌড়। আমি শুধু চেয়েছি ঠিকমতো দৌড়টা শেষ করতে। টাইমিং, জয়— এগুলো আমার ভাবনায় খুব একটা ছিল না। শুধু চেয়েছিলাম ভালোভাবে দৌড় শেষ করতে।'

তিনি যোগ করেছেন, 'আমি নৌবাহিনীর জন্য জিতেছি। তারা আমাকে সাদরে গ্রহণ করেছে। আমার ফিরে আসার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েছে।'

গত বছর জাতীয় অ্যাথলেটিক্সে ইমরানুর ১০.৩৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। এর আগে ঘরোয়া প্রতিযোগিতায় ১০.৪৯ সেকেন্ড ও ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। আর ২০২২ সালের সামার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০.২৯ সেকেন্ড হলো দেশের মাটিতে তার সেরা টাইমিং।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

6h ago