চার বছর পর দ্রুততম মানব ইসমাইল, ১৬তম বার দ্রুততম মানবী শিরিন

ছবি: ফিরোজ আহমেদ

ইমরানুর রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশের দ্রুততম মানব কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মিলল সেই প্রশ্নের উত্তর। চার বছর পর ১০০ মিটার স্প্রিন্টে সেরা হলেন মোহাম্মদ ইসমাইল। আর দেশের দ্রুততম মানবীর খেতাব দখলে রাখলেন শিরিন আক্তার। দাপট জারি রেখে রেকর্ড ১৬তম বারের মতো সেরার মুকুট উঁচিয়ে ধরলেন তিনি।

সোমবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ছেলেদের বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশের নৌবাহিনীর ইসমাইল। মাত্র ০.০২ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন একই দলের রাকিবুল হাসান। তৃতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর জুবাইল ইসলাম সময় নিয়েছেন ১০.৮৯ সেকেন্ড।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৯০ মিটার পর্যন্ত এগিয়ে ছিলেন রাকিবুল। শেষ পর্যায়ে গিয়ে তাকে টপকে ঝলক দেখান ইসমাইল। তিনি সবশেষ ২০২১ সালের বাংলাদেশ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে সোনার পদক জিতেছিলেন।

ইসমাইল গণমাধ্যমকে বলেছেন, '১০০ মিটারে অনেক শক্ত প্রতিদ্বন্দ্বী আছে। আমি দিন দিন নিজেকে উন্নত করার চেষ্টা করছি। এই জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্রুততম মানব হওয়ার জন্য আমি গত টানা সাত মাস ধরে প্রশিক্ষণ নিয়েছি।'

সেনাবাহিনীর হয়ে চারবার দ্রুততম মানব হয়েছিলেন ইংল্যান্ড প্রবাসী ইমরানুর। ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম টাইমিংয়ের (১০.১১ সেকেন্ড) রেকর্ডও তার দখলে। এবার তার অংশ নেওয়ার কথা ছিল নৌবাহিনীর হয়ে। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি দেশে। তাই তার অংশ নেওয়াও হয়নি জাতীয় অ্যাথলেটিকসের এবারের আসরে।

মেয়েদের বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ১২.০১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী হয়েছেন নৌবাহিনীর শিরিন। তার কাছে পরাস্ত হওয়া একই দলের সুমাইয়া দেওয়ান ১২.১৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তৃতীয় হওয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আজমি খাতুন সময় নিয়েছেন ১২.৫০ সেকেন্ড।

শিরিন বলেছেন, '১০০ মিটারের মুকুট ধরে রাখা সহজ ছিল না। কারণ, প্রতিদ্বন্দ্বীরা শক্তিশালী এবং তারা ভালো পারফর্ম করেছে।'

Comments

The Daily Star  | English

No scope to verify authenticity when cases are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

1h ago