১৩ বার পোল ভল্ট বিশ্বরেকর্ড ভাঙলেন দুপ্লান্তিস

আবারও পোল ভল্টে ইতিহাস লিখলেন আর্মান্দ 'মন্দো' দুপ্লান্তিস। মঙ্গলবার বুদাপেস্টে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স মিটে ৬.২৯ মিটার লাফিয়ে নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছেন সুইডিশ তারকা, যা আগের রেকর্ডের চেয়ে ১ সেন্টিমিটার বেশি।

২৫ বছর বয়সী দুপ্লান্তিস চলতি বছরই তৃতীয়বারের মতো বিশ্বরেকর্ড গড়লেন। ফেব্রুয়ারিতে ক্লারমঁ-ফেরঁ-এ ৬.২৭ মিটার এবং জুনে স্টকহোমে ৬.২৮ মিটারের পর এবার বুদাপেস্টে ৬.২৯ মিটার অতিক্রম করে বিশ্ব অ্যাথলেটিক্সে নতুন উচ্চতা ছুঁলেন তিনি।

এটি তার ক্যারিয়ারের ৩৩তম প্রতিযোগিতায় জয়। ৬.১১ মিটার প্রথম চেষ্টায় পেরিয়ে গ্রিসের ইমানুয়েল কারালিস (৬.০২ মিটার) ও অস্ট্রেলিয়ার কার্টিস মার্শালকে (৫.৮৩ মিটার) পিছনে ফেলেন। রেকর্ড গড়া দ্বিতীয় প্রচেষ্টায় বার স্পর্শ করলেও তা পড়ে যায়নি, ফলে লাফটি বৈধ হয়।

১৯৮৫ সালের ১৩ জুলাই প্যারিসে ইউক্রেনের সের্গেই বুবকা প্রথমবার ৬ মিটার অতিক্রম করার পর থেকে এ পর্যন্ত ২৬ বার বিশ্বরেকর্ড ভাঙা হয়েছে—যার মধ্যে ১২ বার বুবকা, ১৩ বার দু প্লান্টিস এবং একবার ফ্রান্সের রেনো লাভিলেনি। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দুপ্লান্তিস প্রথম বিশ্বরেকর্ড গড়েন ২০২০ সালে (৬.১৭ মিটার)।

আগামী মাসে টোকিওতে অনুষ্ঠিতব্য আউটডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে এগিয়ে থাকলেন তিনি।

পুরুষদের ২০০ মিটারে দুর্দান্ত দৌড়ে চমক দেখালেন জ্যামাইকার ২১ বছর বয়সী ব্রায়ান লেভেল। গত মৌসুমে অলিম্পিকে সেমিফাইনালে ওঠা এই স্প্রিন্টার এদিন ১৯.৬৯ সেকেন্ডে ফিনিশ করে বছরের তৃতীয় সেরা সময়ের রেকর্ড গড়েছেন। এ সময় আমেরিকান তারকা নোহা লাইলস (১৯.৬৩ সেকেন্ড) ও কেনেথ বেদনারেকের (১৯.৬৭ সেকেন্ড) ঠিক পরেই অবস্থান করল।

লেভেল ভেঙেছেন এরিয়ন নাইটনের মিটিং রেকর্ড, ০.১৯ সেকেন্ডের ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ওয়েড ভ্যান নিকার্ক হয়েছেন রানারআপ (২০.০৭ সেকেন্ড)।

পুরুষদের ৪০০ মিটারে অলিম্পিক ব্রোঞ্জজয়ী মুজালা সামুকোঙ্গা মৌসুমের সেরা সময় ৪৪.১১ সেকেন্ডে জিতেছেন, পিছনে ফেলেছেন জেরিম রিচার্ডস ও খালেব ম্যাকরে-কে। পুরুষদের ৮০০ মিটারে কেনিয়ার লাবান কিপকিরির চেপকওনি ব্যক্তিগত সেরা সময় ১ মিনিট ৪২.৯৬ সেকেন্ডে জিতে ২০১৬ সালে ডেভিড রুদিশার গড়া মিটিং রেকর্ড ভেঙেছেন।

নারীদের ১০০ মিটারে আইভরিয়ান তারকা মেরি-জোসে তা লু স্মিথ প্রথম হয়েছেন, পিছনে ফেলেছেন টিনা ক্লেটন ও বিশ্ব ২০০ মিটার চ্যাম্পিয়ন শেরিকা জ্যাকসনকে। অলিম্পিক চ্যাম্পিয়ন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস চতুর্থ স্থানে থামেন।

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

9h ago