গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে দাবাড়ু তাহসিনকে বিসিবির আর্থিক সহায়তা

Tahsin Tajwar Zia

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দাবা খেলা চালিয়ে নিতে তাকে ১৫ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেছে তারা। 

সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই খবর দেয় বিসিবি। গত জুলাই মাসে জাতীয় দাবার আসর চলাকালীন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন জিয়া। তার পুত্র তাহসিন প্রতিশ্রুতিশীল দাবাড়ু হওয়ায় এরপর থেকে তাকে সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিবির পক্ষ থেকে।

তাহসিন যাতে আসন্ন দাবার আসরগুলোতে অংশ নিতে পারেন। এজন্য ভ্রমণ খরচ হিসেবে তাকে এই অর্থ দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

 ১৯ বছর বয়েসী তাহসিন দাবার উঠতি তারকা। চলতি বছর ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হতে তিনি কিছু ট্যুর করবেন।

মন্টেনেগ্রোর পেট্রোভেচে বিশ্ব জুনিয়র অনুর্ধ্ব-২০ দাবায় অংশ নেবেব তাহসিন, এরপর শ্রীলঙ্কায় যাবেন এশিয়ান অঞ্চলিক চ্যাম্পিয়নশিপে। গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার আসরে খেলতে হাঙ্গেরিও যাওয়ার কথা তার।

তাহসিনকে সহায়তা দিয়ে এক বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'তাহসিন খুবই মেধাবি দাবা খেলোয়াড়। তাকে তার কিংবদন্তি বাবার পথ অনুসরণ করতে দেখা আনন্দের। আমরা তার সাফল্যের সঙ্গী হতে চেয়েছি। আমরা চাই আন্তর্জাতিক মাস্টারের পর সে একদিন গ্র্যান্ডমাস্টারও হোক।'

Comments

The Daily Star  | English

US collects over $1 billion in tariffs from Bangladeshi goods: CPD  

The CPD said Bangladesh imposes customs and other duties averaging 6.2 percent on US imports

12m ago