আন্তর্জাতিক মাস্টার খেতাব পেলেন ওয়াদিফা, খেলবেন বিশ্বকাপেও

ছবি: সংগৃহীত

ওয়াদিফা আহমেদ শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে শিরোপা জিতেছেন। এই অর্জনের মাধ্যমে ১৭ বছর বয়সী এই দাবাড়ু একটি নয়, দুটি সুখবর পেয়েছেন।

মঙ্গলবার নবম রাউন্ডের খেলা শেষে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা। এতে তিনি নারী ফিদে মাস্টার থেকে নারী আন্তর্জাতিক মাস্টারে উন্নীত হয়েছেন। পাশাপাশি আগামী জুলাইতে জর্জিয়ার অনুষ্ঠেয় নারী দাবা বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করেছেন।

নবম তথা শেষ রাউন্ডের ম্যাচে ওয়াদিফা নারী আন্তর্জাতিক মাস্টার ​​রানী হামিদের সঙ্গে ড্র করেছেন। বিভিন্ন দেশের অংশগ্রহণকারী ২৩ খেলোয়াড়ের মধ্যে বর্ষীয়ান রানী সপ্তম ও নারী ফিদে মাস্টার নোশিন আনজুম ১২তম স্থান পেয়েছেন।

দাবায় ওয়াদিফা বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার। দেশের হয়ে প্রথম নারী আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেয়েছিলেন রানী। এরপর শামীমা সুলতানা ও শিরিন সুলতানা নাম লেখান এই তালিকায়।

নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে নারী ফিদে মাস্টারদের কেউ শিরোপা জিতলে সরাসরি নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব পান। সেজন্য নর্ম অর্জনের শর্ত পূরণ করতে হয় না। তাছাড়া, ২২০০ রেটিংয়ের পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯৭।

ওপেন (ছেলেদের) বিভাগে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন। নবম রাউন্ডে শ্রীলঙ্কার লিয়ানাগে রানীন্দু দিলশানের সঙ্গে ড্র করা দাবাড়ু পেয়েছেন মোট সাত পয়েন্ট। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh exports increased in April

Bangladesh’s exports fell in August

Export earnings dip in August driven by sluggish garment sector

2h ago