দেশে ফিরে ফুলেল সংবর্ধনা পেলেন ইমরানুর

গত শনিবার এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন ইমরানুর।  ৬০ মিটার স্প্রিন্টে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হন তিনি। পেছনে ফেলেন হংকংয়ের শাক কাম চিংকে।

কাজাখস্তানে এশিয়ান ইনডরের ৬০ মিটার সোনা জেতে বাংলাদেশের নাম উজ্জ্বল করা ইমরানুর রহমান দেশে ফিরেছেন। দুবাই হয়ে গত রাতে ঢাকায় নামেন তিনি। বিমানবন্দরে দেশের দ্রুততম মানবকে দেওয়া হয় ফুলেল সংবর্ধনা।

ইমরানুরকে বরণ করে নিতে বিমানবন্দরে যান বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কর্তারা। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হলে এই অ্যাথলেট হয়ে পড়েন আপ্লুত, জানান নিজের প্রতিক্রিয়া, 'আসলে এখানে এত আয়োজন হবে আমি ভাবিনি। আমি সত্যি অবাক হয়েছি সবার এমন ভালোবাসা দেখে। আমি সম্মানিত বোধ করছি।'

ফেডারেশন কর্তাদের সঙ্গে  বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তারও বিমানবন্দরে ইমরানুরকে বরণ করতে গিয়েছিলেন। তিনি জানান ইমরানুরের সাফল্য তাকেও বড় কিছু করতে অনুপ্রাণিত করছে,  'ইমরানুর সোনা জেতায় দেশে-বিদেশে আমার অনেক বন্ধু, পরিচিত কোচ প্রচুর অভিনন্দন জানাচ্ছে। এটা আসলে অসাধারণ অনুভূতি। ইমরানুরের সাফল্য আমাকেও অনুপ্রাণিত করবে। ইমরানুর যেভাবে দেশকে উপস্থাপন করছে আমরাও যেন এই রাস্তায় হাটতে পারি। বিশেষ করে নিজেকে ভেঙে নতুন করে গড়ার চেষ্টা করব আমি।'

ইমরানুরের এমন সাফল্যে বাংলাদেশের অ্যাথলেটিকস পাবে জেগে উঠার নতুন অক্সিজেন। এমনটাই মত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব, 'অবশ্যই এই সাফল্যের ছোঁয়া পড়বে অ্যাথলেটিকসে। ইমরানুর শুধু বাংলাদেশের পতাকাকে উদ্ভাসিত করতে আসেনি, সে মাটির টানে, মা-বাবার জন্মস্থানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখতে চায়। ইমরানুর হবে আমাদের ভবিষ্যতের মডেল। ওকে দেখে নতুন করে স্বপ্ন দেখবে অ্যাথলেটরা, আশা করি ঘরে ঘরে তৈরি হবে ইমরানুর।'

গত শনিবার এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন ইমরানুর।  ৬০ মিটার স্প্রিন্টে ৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হন তিনি। পেছনে ফেলেন হংকংয়ের শাক কাম চিংকে।

Comments

The Daily Star  | English

Labour bill sent to freezer

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a bill back to parliament for reconsideration and the bill is the newly amended labour law.

1h ago