এশিয়া কাপে সোনা জিতলেন হাকিম-দিয়া

রোববার চাইনিজ থাইপেতে মিশ্র ইভেন্টের ফাইনালে বাংলাদেশের জুটি কাজাখাস্তানের ইলফাত আব্দুলাইন ও আলিনা ইলিয়াসোবা জুটিকে ৫-৩ সেটে হারিয়ে সাফল্যে ভাসে।
Hakim Ahmed Rubel and Diya Siddiqui
বাংলাদেশের পতাকা উড়ালেন দিয়া-হাকিম। ছবি: সংগ্রহ

আর্চারির হাত ধরে আরও একটি সাফল্য পেল বাংলাদেশ। হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকির জুটি এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং আর্চারিতে সোনার পদক জিতেছেন।

রোববার চাইনিজ থাইপেতে মিশ্র ইভেন্টের ফাইনালে বাংলাদেশের জুটি কাজাখাস্তানের ইলফাত আব্দুলাইন ও আলিনা ইলিয়াসোবা জুটিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে সাফল্যে ভাসে। শুরুটা অবশ্য এই জুটির ভালো হয়নি। প্রথম সেটে ৩৮-৩৬ পয়েন্টে হেরে যান তারা। কিন্তু পরের দুই সেট ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে জিতে নেওয়ার পর ফাইনাল সেট ড্র করেন ৩৯-৩৯ পয়েন্টে।

হাকিম পরে ব্যক্তিগত ইভেন্টেও সাফল্য পেয়েছেন। ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে কাজাখাস্তানের ইলগাত আবদুলিনকে ৬-৪ সেটে হারিয়েছেন তিনি। ব্যক্তিগত ইভেন্টে পদক জেতার সুযোগ ছিল দিয়ারও। কিন্তু তিনি মালোয়েশিয়ার  মাশিয়াখ সাইকিরার কাছে ৬-৪ পয়েন্টে হেরে যান।

Comments

The Daily Star  | English

Small businesses, daily earners scorched by heatwave

After parking his motorcycle and removing his helmet, a young biker opened a red umbrella and stood on the footpath.

1h ago