মারা গেলেন সোনাজয়ী শুটার সাদিয়া

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস ও কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেছেন সাদিয়া। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং মা-বাবার সঙ্গে তাদের বাড়িতে থাকছিলেন। এর আগে ২০১৭ সালে অগ্নিদগ্ধ হওয়ার পর দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের যুগ্ম সম্পাদক মুশতাক ওয়াইজ দ্য ডেইলি স্টারকে সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'এটা দুঃখজনক যে এমন একটি প্রতিশ্রুতিশীল ক্যারিয়ার এভাবে থমকে গেল।'

মুশতাক যোগ করেছেন, 'তিনি দক্ষিণ এশিয়ান গেমস ও কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের বাইরে আর কারও সঙ্গে তিনি যোগাযোগ করতেন না। তবে ফেডারেশন ও অন্যান্য শুটাররা তাকে বেশ কয়েকবার আর্থিক সাহায্য করেছে। আমরা সবাই এই খবর শুনে ভীষণ দুঃখিত।'

শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি বেঁধে ঢাকায় ২০১০ এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে সোনা জেতেন সাদিয়া। এরপর ওই বছরই দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে একই ইভেন্টে স্বর্ণ পদক ওঠে তাদের হাতে।

২০১৩ সালে শুটিংয়ের বাইরে চলে যান সাদিয়া। এর আগে বাংলাদেশ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago