অলিম্পিক লক্ষ্যে রেখে কমনওয়েলথ গেমস আয়োজনের বিড করবে ভারত

ছবি: এএফপি

অলিম্পিক আয়োজনের স্বপ্ন বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করার ঘোষণা দিয়েছে, যা ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনারই অংশ।

বুধবার এক বৈঠকের পর আইওএ সভাপতি পি.টি. উষা স্থানীয় গণমাধ্যমকে জানান, 'আমাদের প্রস্তুতি চলবে।' আয়োজক শহর হিসেবে বিবেচনায় আছে রাজধানী নয়াদিল্লি—যেখানে ২০১০ সালের কমনওয়েলথ গেমস হয়েছিল, যদিও সে আয়োজন জর্জরিত ছিল নির্মাণ বিলম্ব, নিম্নমানের অবকাঠামো এবং দুর্নীতির অভিযোগে।

এছাড়া পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর এবং গুজরাটের আহমেদাবাদও সম্ভাব্য আয়োজক শহরের তালিকায় রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্যের শহর আহমেদাবাদে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। মোদির নামাঙ্কিত এই ভেন্যুতেই হয়েছিল ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ভারত ইতোমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য আনুষ্ঠানিক আগ্রহপত্র দিয়েছে।

এর আগে ভারত একাধিকবার ক্রিকেট বিশ্বকাপ ও দু'বার এশিয়ান গেমস আয়োজন করেছে, আর চলতি বছর সেপ্টেম্বরে নারীদের ক্রিকেট বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে।

কমনওয়েলথ গেমস আয়োজনের দৌড়ে নাইজেরিয়াসহ আরও অন্তত দুই দেশ রয়েছে। ২০২৬ সালের জন্য ভিক্টোরিয়া রাজ্যের সরে দাঁড়ানোর পর আয়োজক সংকটে পড়ে ইভেন্টটি; শেষমেশ গ্লাসগো একটি ছোট আকারের সংস্করণ আয়োজনের দায়িত্ব নেয়।

আইওএর অনুমোদন পাওয়ার পর আগস্টের শেষ নাগাদ ভারতকে আনুষ্ঠানিক বিড জমা দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নভেম্বর মাসে গ্লাসগোতে ঘোষণা করা হবে।

আইওএ নির্বাহী সদস্য রোহিত রাজপাল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, 'আমরা পূর্ণাঙ্গ আয়োজন করব, যেখানে এমন সব খেলাকে অন্তর্ভুক্ত করা হবে যেগুলোতে আমরা ভালো এবং সর্বোচ্চ পদক জয়ের সম্ভাবনা রয়েছে।' এর মধ্যে কাবাডি ও খো-খো জাতীয় দেশীয় খেলাও থাকবে, যেগুলোকে ভারত অলিম্পিকের অন্তর্ভুক্তির জন্য চাপ দিচ্ছে।

প্রায় ১৪০ কোটি মানুষের দেশ ভারত এখন পর্যন্ত অলিম্পিকে মোটে ১০টি স্বর্ণপদক জিতেছে, যা দেশটির আকার ও জনসংখ্যার তুলনায় হতাশাজনক রেকর্ড।

Comments

The Daily Star  | English

Govt raises training honorarium, allowances by up to 50%

Trainers at joint secretary level and above will get up to Tk 3,600 per hour, up from Tk 2,500

1h ago