শুরু হচ্ছে বাফুফের ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ার্স

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) এবার ফুটসালের পর নাম লিখছে ডিজিটাল দুনিয়ার নতুন এক অভিযাত্রায়। দেশের গেমারদের বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করছে 'বিএফএফ ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ার্স – রোড টু রিয়াদ ২০২৫'।
এর মাধ্যমে বাংলাদেশ সুযোগ পাবে আন্তর্জাতিক ফিফা ০৭ প্ল্যাটফর্মে নিজের অবস্থান শক্ত করার, যা হতে যাচ্ছে দেশের ই-স্পোর্টসের ইতিহাসে এক মাইলফলক। আগামী ৫ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর তিন ধাপে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব।
ই-ফুটবল কনসোল, মোবাইল এবং রকেট লিগ— এই তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে। এখান থেকে বাছাই হওয়া খেলোয়াড়রা অংশ নেবেন আঞ্চলিক লড়াইয়ে, আর সেখান থেকেই মিলবে ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে বসতে যাওয়া বহুমাত্রিক ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ২০২৫–এর টিকিট।
রোববার সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, 'বিএফএফ নির্বাচনের এখনো এক বছর পূর্ণ হয়নি, এর মধ্যেই আমরা ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ নিয়ে আসছি। আজকের দিনটি বিশেষ কারণ আমরা ই-স্পোর্টসের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম। তবে মূল ফোকাস থাকবে ই-ফুটবলে।'
তিনি আরও যোগ করেন, 'একসময় ই-স্পোর্টসকে কেবল বিনোদন হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক ও বাণিজ্যিকভাবে সফল একটি ক্ষেত্র। বাংলাদেশের গেমারদের জয় শতাংশ বিবেচনা করলে আমরা আশাবাদী, খুব শিগগিরই বাংলাদেশের নাম শীর্ষ তালিকায় দেখা যাবে।'
Comments