শোয়েবের সঙ্গে কয়েকমাস আগেই বিচ্ছেদ হয়েছে সানিয়ার 

shoaib malik and sania mirza

শোয়েব মালিক ও সানিয়া মির্জার সম্পর্ক ভেঙে পড়ার গুঞ্জন ছিল বেশ কয়েকমাস ধরে। সেই গুঞ্জনকে সত্যতা দিয়ে আরেক বিয়ের খবর দেন শোয়েব। বিপিএল খেলতে ঢাকায় এসে ইন্সটাগ্রামে নিজের নতুন স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। তবে এই বিয়ের আগে শোয়েব-সানিয়ার আইনি বিচ্ছেদ হয়েছিলো কিনা তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। অবশেষে সানিয়ার বক্তব্য প্রকাশ করেছে তার পরিবার। জানা গেছে, দুজনের বিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগেই।

সানিয়ার ছোট বোন বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করেছেন।  সানিয়ার পরিবার ও টিম সানিয়ার নামে দেওয়া সেই বিবৃতিতে লেখা হয়েছে, 'সানিয়া বরাবর তার ব্যক্তিজীবন জনসাধারণের থেকে আড়াল রেখেছেন। তবে আজ এটা জানানো প্রয়োজন হয়েছে যে শোয়েব ও সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে কয়েক মাস আগে। সানিয়া শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anam Mirza (@anammirzaaa)

পরিবারের পক্ষ থেকে সানিয়ার ব্যক্তিগত গোপনীয়তা সম্মানের সঙ্গে দেখার অনুরোধ করা হয়েছে, 'জীবনের স্পর্শকাতর এই সময়ে আমরা চাই সানিয়ার গোপনীয়তার বিষয়টি সম্মানের সঙ্গে দেখে যেন সবাই জল্পনা থেকে বিরত থাকেন।'

শনিবার ফরচুন বরিশালের হয়ে মাঠে নামার আগে ইন্সটাগ্রামে পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করেন। ছবি ও  ক্যাপশন পড়েই তার নতুন বিয়ের খবর নিশ্চিত হয়ে যান সবাই।

২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়াকে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব। ২০০২ সালে আয়েশা সিদ্দিকী নামে আরেক নারীকে বিয়ে করেছিলেন বলে জানা গিয়েছিলো।

Comments

The Daily Star  | English

Polls can't be held before certain reforms: Sarjis

He also says the law enforcement agencies also must be brought to order; otherwise, vote rigging might take place

37m ago