বিশ্বকাপ স্কোয়াড দিল যারা

India Vs Australia

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড প্রকাশের জন্য নির্ধারিত কোন সময়ের কড়াকড়ি নেই। ৫ সেপ্টেম্বর দল ঘোষণার একটা ডেডলাইন থাকলেও এরমধ্যে দল দিয়েছে পাঁচ দল। বাকি পাঁচ দলই স্কোয়াড ঘোষণা পরে করার কথা জানিয়েছে। অবশ্য এখন ঘোষণা করা হলেও ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোন কারণ ছাড়াই স্কোয়াডে বদল আনা যাবে।

যাদের বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে, যাদের হয়নি

আফগানিস্তান: এখনো ঘোষণা করেনি।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল:

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও শন অ্যাবট।

বাংলাদেশ: এখনো ঘোষণা করেনি।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: জস বাটলার, গুস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক),শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আকসার প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, জাসপ্রিট বুমরা।

নেদারল্যান্ডস: স্কট এডওয়ার্ড (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিক্রিন, কলিন আকারম্যান, রোল্ফ ফন ডার মারউই, লোগান ফন ভিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারারসি, সাকিব জুলফিকার, শাহরিজ আহমেদ, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেট।

 

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসেন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

পাকিস্তান: এখনো ঘোষণা করেনি।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:  টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ল্ড কোয়েটজি, কুইন্টিন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন, সিসিন্দা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

শ্রীলঙ্কা: এখনো ঘোষণা করেনি।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

7h ago