তামিমের পাল্টা প্রশ্ন

‘ইংল্যান্ড সিরিজও বড় সিরিজ, তাহলে আমি কেন খেলছি?’

Tamim Iqbal
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

লম্বা সময় পর ইংল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক খেলায় ফিরছেন তামিম ইকবাল। তবে সিরিজের বিষয়ের চেয়ে বাইরের বিষয়ে অনেক প্রশ্নের জবাব দিতে হলো তাকে। এরমধ্যে চোটে না খেলা নিয়ে সংশয়, সন্দেহের আলোচনা বিষয়ক প্রশ্নও এলো। এমন প্রসঙ্গে চরম হতাশা জানিয়েছেন তিনি, রেখেছেন পাল্টা প্রশ্ন।

গত অগাস্টে জিম্বাবুয়ে সফরে সর্বশেষ খেলেছিলেন তামিম। এরপর টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় স্বাভাবিক কারণে তিনি ছিলেন বারে, কারণ এই সংস্করণ থেকে আগেই অবসরে গেছেন তামিম।

তবে বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল তামিমের। কুঁচকির চোটে টেস্ট ও ওয়ানডে সিরিজের পুরোটা মিস করেন তিনি। সব মিলিয়ে গ্যাপ পড়ে যায় ১২ মাসের।

গত বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও চোটের কারণে খেলতে পারেননি। কোন একটা সিরিজের আগে চোটাঘাত নিয়ে তামিমের না খেলা তৈরি করেছে গুঞ্জনের। বড় সিরিজের আগেই তার বাইরে থাকার আলোচনা নিয়ে প্রশ্ন হলো সংবাদ সম্মেলনে।

এসব আলোচনায় নিজের হতাশার কথা জানালেন ওয়ানডে অধিনায়ক,  'আমি ১৫ হাজার রান করার পরও যদি এই কথা শুনতে হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। খুবই দুর্ভাগ্যজনক। ১৭ বছর ধরে খেলছি। আমার ধারণা, (দলের) ৯০ শতাংশ ম্যাচ খেলেছি। হয়তো ১০ শতাংশ ম্যাচ হয়তো খেলতে পারিনি চোটের কারণে। আমার গড় যদি ৯০ শতাংশ হয়, তাহলে এটা আমার মনে হয় এটা দারুণ। যেহেতু ১৭ বছর ধরে খেলছি।'

'সব ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারের কাছাকাছি রান করার পর যদি এটা শুনতে হয়, বা যে কেউ এটা বলছে বা লিখছে, খুবই দুর্ভাগ্যজনক। এটাই বলতে পারি। কোনো ক্রিকেটারই কোনো ম্যাচ মিস করতে চায় না। আপনি যেটা বললেন, তা খুবই দুর্ভাগ্যজনক। এর চেয়ে বেশি আমার আসলে কিছু বলার নেই।'

২০০৭ সালে অভিষেকের পর টানা দলে আছেন তামিম। ক্যারিয়ারের শুরুর সময়ে অধারাবাহিক থাকার পরও পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি কখনো। তিন সংস্করণ মিলিয়ে  ৩৭৪ ম্যাচে ১৪ হাজার ৮৫৭ রান তার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যা সবচেয়ে বেশি।

এসব আলোচনাকে উড়িয়ে পাল্টা প্রশ্নও রেখেছেন তিনি। সেরা আক্রমণ নিয়ে খেলতে আসা ইংল্যান্ডের বিপক্ষে তিন কেন খেলছেন? নেতিবাচক আলোচকদের উদ্দেশে সেই প্রশ্ন তার, 'ইংল্যান্ড সিরিজও বড় সিরিজ। আমি কেন খেলছি? ওদের পেস বোলিং আক্রমণ আরও ভালো আছে। তাহলে আমি কেন খেলছি! (হাসি)।'

Comments

The Daily Star  | English
Bangladesh garment exports face US tariff hike

Can Bangladesh retain its foothold in US market?

As Bangladesh races against a July 9 deadline to secure a lower tariff regime with the United States, the stakes could not be higher.

14h ago