আফগানিস্তানের বিশ্বকাপ দলে নেই করিম জানাত, সামিউল্লাহ
গত এশিয়া কাপে খুব একটা ভালো করতে পারেননি করিম জানাত। এই ব্যাটিং অলরাউন্ডারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখেনি আফগানিস্তান। প্রত্যাশিত পারফরম্যান্সের ঘাটতিতে দলে নেই সামিউল্লাহ শেনওয়ারি। মূল স্কোয়াডে ঠাঁই হয়নি আফসার জাজাই ও হাসমতুল্লাহ শহিদিরও।
বৃহস্পতিবার বিশ্বকাপ দল ঘোষণার শেষ দিনে ১৫ জনের দল দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে অবশ্য বড় কোন চমক নেই। সেরা তারকাদের সবাইকেই স্কোয়াডে রাখতে পেরেছে তারা।
মোহম্মদ নবির নেতৃত্বাধীন দলটিতে আছেন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান। অফ স্পিনার মুজিব উর রহমানের পাশাপাশি লেগ স্পিনার কাইস আহমেদও জায়গা পেয়েছেন। ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, নাবিন উল হকদের নিয়ে তাদের পেস আক্রমণ।
ছন্দে থাকা বাঁহাতি ব্যাটার নাজিবুল্লাহ জাদরান পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব।
সুপার টুয়েলভ রাউন্ডে গ্রুপ একে থাকা আফগানিস্তান ২২ অক্টোবর পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।
আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাবিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সালিম সাফি ও উসমান ঘানি।
রিজার্ভ তালিকায় আছেন: আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, রহমত শাহ, গুলবদিন নাইব।
Comments