সবার শেষে বিশ্বকাপের দল দিল নিউজিল্যান্ড

কেইন উইলিয়ামসনের নেতৃত্বে কিউইদের বিশ্বকাপ দলে আছেন দ্রুতগতির দুই পেসার লকি ফার্গুসেন ও অ্যাডাম মিলনে। ড্যারেল মিচেল থাকায় পেস আক্রমণে বিকল্প পাঁচটি। চোটে থাকায় জায়গা পাননি কাইল জেমিসন।

নির্ধারিত সময়ের মধ্যে বাকিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেও বাকি ছিল নিউজিল্যান্ড। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেও বিশ্বকাপ দলে ঠিকই আছেন পেসার ট্রেন্ট বোল্ট ও অলরাউন্ডার জিমি নিশাম।

কেইন উইলিয়ামসনের নেতৃত্বে কিউইদের বিশ্বকাপ দলে আছেন দ্রুতগতির দুই পেসার লকি ফার্গুসেন ও অ্যাডাম মিলনে। ড্যারেল মিচেল থাকায় পেস আক্রমণে বিকল্প পাঁচটি। চোটে থাকায় জায়গা পাননি কাইল জেমিসন।

স্পিনেও যথেষ্ট বিকল্প আছে কিউইদের। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন লেগ স্পিনার ইশ সোধি। অফ স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকেও দলে রেখেছে ব্ল্যাকক্যাপসরা। গ্লেন ফিলিপস দলে থাকলেও কিপার হিসেবে রাখা হয়েছে কনওয়েকে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন ফিন অ্যালেন ও ব্রেসওয়েল।

অভিজ্ঞ মার্টিন গাপটিল খেলবেন টানা সপ্তম বিশ্বকাপ। বিশ্বকাপের আগে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও এই দল খেলাবে কিউইরা।

সুপার টুয়েলভে গ্রুপে একে থাকা কিউইরা ২২ অক্টোবর প্রথম ম্যাচে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:  মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, কেন উইলিয়ামস (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারল মিচেল, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিল্ন।

Comments

The Daily Star  | English

Fire breaks out at shoe factory in Ctg

A fire broke out at a factory that produces shoe accessories on Bayezid Bostami Road in Chattogram city this afternoon

1h ago