টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন বুমরাহও

জাসপ্রিত বুমরাহকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল ভারত। কিন্তু পিঠের পুরনো চোট নতুন করে ভোগাতে শুরু করেছে তাকে। ডানহাতি তারকা পেসারকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলানোর ঝুঁকি নিতে চায় না দলটি। ফলে অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আসর থেকে ছিটকে যাচ্ছেন তিনি।
বুমরাহর টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক হয়ে যাওয়ার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। বৃহস্পতিবার দ্য হিন্দু তাদের প্রতিবেদনে জানিয়েছে, দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে তার চোটের খবর দিয়েছেন। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, 'বুমরাহ নিশ্চিতভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে না। তার পিঠের চোটের অবস্থা গুরুতর। তার হাড়ে চিড় ধরা পড়েছে। এমনকি ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হতে পারে তাকে।'
বিশ্বকাপে বুমরাহর না থাকাটা নিঃসন্দেহে বিশাল ধাক্কা হবে শিরোপাপ্রত্যাশী ভারতের জন্য। কারণ, তার আগে হাঁটুর চোটে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পিঠের চোটের কারণেই সবশেষ এশিয়া কাপে খেলা হয়নি বুমরাহর।
গতকাল বুধবার বেঙ্গালুরুতে স্ক্যান করাতে গেছেন বুমরাহ। ফল এখনও পাওয়া যায়নি। বিশ্বকাপের জন্য স্ট্যান্ড বাই তালিকায় দুই পেসারকে রেখেছে ভারত। তারা হলেন মোহাম্মদ শামি ও দিপক চাহার। সতীর্থের চোটে তাদের যেকোনো একজনের কপাল খুলতে যাচ্ছে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুডা, রিশভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।
স্ট্যান্ড বাই:
মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই ও দিপক চাহার।
Comments