স্কটল্যান্ড জানত ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে এই রানই যথেষ্ট
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন পরিণত হয়েছে অঘটনের মেলায়। গতকালই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে চমকে দিয়েছিল নামিবিয়া। আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একই পথে হাঁটল স্কটল্যান্ড। ম্যাচশেষে স্কটিশ ওপেনার জর্জ মানসি জানালেন, প্রথম ইনিংস শেষেই জানতেন ক্যারিবিয়ানদের আটকানোর মতো যথেষ্ট রান তোলা হয়ে গেছে বোর্ডে।
হোবার্টে আজ (সোমবার) বি গ্রুপের প্রথম খেলায় ক্যারিবীয়দের ৪২ রানে হারিয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে জর্জ মানসির ফিফটিতে ১৬০ রানের পুঁজি পায় স্কটিশরা। রান তাড়ার পুরোটা সময় সংগ্রাম করা উইন্ডিজ শেষ পর্যন্ত করতে পেরেছে কেবল ১১৮ রান। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ক্যারিবীয় ব্যাটারদের রুখে দেন স্কটিশ স্পিনার মার্ক ওয়াট।
গোটা ম্যাচেই স্কটিশদের খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা গেল সেটি। ম্যাচসেরা মানসি বলেন, 'আমি ভেবেছিলাম আমাদের রান কিছুটা কম হয়েছে। তবে এটা জানতাম ওদের আটকানোর মতো যথেষ্ট রান করেছি।'
এদিকে ম্যাচ জিতলেও কন্ডিশন দুর্বোধ্য ছিল বলে জানান এই উদ্বোধনী ব্যাটার, 'শুরুটা আমি উপভোগ করেছিলাম। বৃষ্টির পর আমার কিছুটা সমস্যা হয়েছে। আমি জানি না এটা কন্ডিশনের জন্য না তাদের বোলিং ভালো হচ্ছিল।'
বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন জয়। এর পেছনের গল্পটাও জানালেন মানসি, 'আমি সবসময়ই উন্নতির চেষ্টা করি। ছেলেরাও তাই করে। বল হাতে ওয়াট দুর্দান্ত ছিল। বৃষ্টির পর ছেলেরা ভালো ব্যাট করেছে। এটা আমার ওপর থেকে চাপ সরিয়ে নিয়েছে।'
স্কটল্যান্ড অধিনায়ক রিচার্ড বেরিংটন বলেন, 'এটা আমাদের জন্য বিশেষ এক জয়। অনেক পরিশ্রমের পর এটা এসেছে। এই জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে। আমরা খুব একটা টি-টোয়েন্টি খেলার সুযোগ পাইনি। তবে ৫০ ওভারের অনেক ম্যাচ খেলেছি। সেই স্কিলগুলোই আমরা এখানে প্রয়োগ করেছি।'
Comments