বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে গেলেন হোল্ডার

ঘরের মাঠে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারই মূল লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। তবে সেই আশায় শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। চোটের কারণে ছিটকে গেছেন দলটির অন্যতম সেরা অলরাউন্ডার জেসন হোল্ডার। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই অলরাউন্ডার।
রোববার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে হোল্ডারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার জায়গায় বাঁ হাতি পেসার ওবেদ ম্যাকওয়েকে দলে নেওয়ার বিষয়টিও জানিয়েছে সংস্থাটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন তিনি। দ্বিতীয় ম্যাচে কোনো উইকেট না পেলেও প্রথম ম্যাচে মাত্র ১৫ রানের খরচায় দুটি উইকেট শিকার করেন তিনি।
কাউন্টি দল ওরচেস্টারশায়ারের হয়ে খেলাকালীন সময়ে চোট পেয়েছিলেন হোল্ডার। তারপরও তাকে নিয়ে দল ঘোষণা করেছিল উইন্ডিজ। প্রত্যাশা ছিল বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু চোট আশানুরূপভাবে সেরে না ওঠায় শেষ পর্যন্ত ছিটকেই গেলেন ৩২ বছর বয়সী এ অলরাউন্ডার।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে দারুণ অবদান রাখাতে পারা হোল্ডারের জায়গায় কেবল একজন বোলারকেই বেছে নিয়েছে ক্যারিবিয়ানরা। তবে ডেথ ওভারে কার্যকরী বোলিং করার সুনাম রয়েছে ২৭ বছর বয়সী ওবেদ ম্যাকওয়ের।
তার অন্তর্ভুক্তি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, 'আমাদের দলে জেসন (হোল্ডার) একজন অভিজ্ঞ খেলোয়াড়। মাঠে ও মাঠের বাইরে অবশ্যই আমরা তার অনুপস্থিতি অনুভব করতে পারব। সামনের দিনে আমরা জেসনকে ফের পরিপূর্ণ ফিট অবস্থায় দলে দেখতে চাই।'
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমেয়ার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, ওবেদ ম্যাকওয়ে, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফিনে রাদারফোর্ড এবং রোমারিও শেফার্ড।
Comments