বাতিল হয়ে গেল বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ মঙ্গলবার তাদের বিপক্ষেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বাজে আবহাওয়ার কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'এটি নিশ্চিত করা হচ্ছে যে আজ ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।'
ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির নির্দেশিত দুটি প্রস্তুতিমূলক ম্যাচের মধ্যে প্রথমটি ছিল এই ম্যাচটি।
তবে কিছুদিন আগেই মার্কিনিদের বিপক্ষে তিন ম্যাচের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সিরিজে ২-১ ব্যবধানে বিব্রতকর পরাজয়ের মুখোমুখি হয়েছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। আগামী ২ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মোকাবেলা করবে দলটি।
আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
Comments