বিশ ছক্কা হলেই সেটা বিনোদন এমন নয়: নরকিয়া

বল থেমে এলো, আচমকা লাফালো। উইকেটে বেশ কঠিন পরিস্থিতি তৈরি হলো নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে। তাতে আগে ব্যাটিং বেছে চরম বিপদে পড়ে হারল শ্রীলঙ্কা। যদিও লঙ্কানদের ৭৭ রান টপকাতেই প্রচুর বেগ পেতে হলো দক্ষিণ আফ্রিকাকে। নিউ ইয়র্কের উইকেট ও আউটফিল্ড নিয়ে প্রশ্ন উঠছে অনেক। তবে উইকেট নিয়ে সমালোচনায় একমত নন আনরিক নরকিয়া। তার মতে কেবল বড় রান হলেই সেটা বিনোদন এমনটা নয়।
'ডি' গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭৭ রানে গুটিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের ধসিয়ে ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক গতিময় পেসার নরকিয়া।
লো স্কোরিং লড়াই হওয়ায় এমন উইকেট বিশ্বকাপ মঞ্চের জন্য আদর্শ কিনা এই প্রশ্ন উঠছে। তবে সংবাদ সম্মেলনে ভিন্ন যুক্তি দিকেন নরকিয়া, 'সব সময় ২০ ছক্কা হলেই সেটা বিনোদন এমন নয়। অনেক কৌশল, অনেক দক্ষতা দেখানোর আছে ম্যাচে। সেটা ছক্কা বা বোলারদের ঝলক দিয়েও হতে পারে।'
৭৮ রানের লক্ষ্যে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ক্যাচ মিস না হলে বিপদ বাড়ত আরও। ৫৮ রান ৪ উইকেট পড়ার পর হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার মিলে খেলা শেষ করেন। নরকিয়ার মতে আর কিছু উইকেট পড়লেই বিপদে পড়ে যেতেন তারা, 'আমার মনে হয় দুর্দান্ত এক ম্যাচ হয়ে। অনেক কাছাকাছি লড়াই ছিলো। আর দুই-একটা উইকেট পড়লে ভিন্ন কিছু হতে পারত। আমরা বিপদে পড়ে যেতে পারতাম।'
'আমার মনে হয় দারুণ ম্যাচ হয়েছে। আমার মনে হয় বিনোদন ছিলো, মানুষ দেখেছে। আবহটা দারুণ ছিলো, আমি অনেক শব্দ, উদযাপন পেয়েছি। ক্রিকেটের জন্য দারুণ দিন।'
উইকেটের থেকেও নাসাউ কাউন্টি গ্রাউন্ডের আউটফিল্ড ছিলো বেশ বেহাল। ভারি আউটফিল্ডে বল গতি হারাচ্ছিলো। ফিল্ডারদের জন্যও এই আউটফিল্ড বেশ ঝুঁকিপূর্ণ।
Comments