আর আবেদন করবেন না দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই চুক্তির মেয়াদ ফুরচ্ছে রাহুল দ্রাবিড়ের। তবে চাইলে আবারও আবেদন করতে পারবেন বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড - বিসিসিআই। কিন্তু নতুন করে আবার আবেদন করার কোনো ইচ্ছাই নেই রাহুল দ্রাবিড়ের। অর্থাৎ বিশ্বকাপ শেষে ভারতীয় দলের কোচিং প্যানেল আর দেখা যাবে না তাকে।
বর্তমানে ভারতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর তাকেই হেড কোচ হিসেবে রেখে দিয়েছিল বিসিসিআই। সেই চুক্তির মেয়াদ জুন মাসের শেষ পর্যন্ত। সেবার বোর্ডের অনুরোধ রাখলেও দ্বিতীয় দফার মেয়াদ শেষে আর থাকতে চান না দ্য ওয়াল খ্যাত সাবেক এই তারকা ক্রিকেটার।
নিজের ভবিষ্যতের কথা জানিয়ে দ্রাবিড় বলেন, 'দুর্ভাগ্যবশত, যে ধরনের সময়সূচী রয়েছে এবং আমার জীবনের এই পর্যায়ে রয়েছি, তাতে আমি মনে করি না আমি পুনরায় আবেদন করতে পারব। আমি কাজটি করতে ভালোবাসি। আমি সত্যিই ভারতের কোচিং উপভোগ করেছি এবং আমি মনে করি এটি সত্যিই একটি বিশেষ কাজ।'
২০২১ সালে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হন ৫১ বছর বয়সী দ্রাবিড়। তার অধীনে গত বছর ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল খেলে ভারত। দুটি ফাইনালেই তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এছাড়া তার অধীনে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল দলটি। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জিততে পারেনি ভারত।
তবে এরমধ্যেই কোচ খুঁজতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত ২৭ মে আবেদন করার সময়সীমাও পেরিয়ে গিয়েছে। তবে কারা আবেদন করেছেন সেই বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি বিসিসিআই। ধারণা করা হচ্ছে হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন গৌতম গম্ভীর।
Comments