টি-টোয়েন্টি বিশ্বকাপ

জাতীয় দলেও ওপেনিং করবেন কোহলি?

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রাতে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বিশেষজ্ঞ ওপেনার হিসেবে স্কোয়াডে আছেন যশস্বী জয়সওয়াল। তবে বাঁহাতি তরুণের একাদশে জায়গা হবে কিনা নিশ্চিত না।
Virat Kohli

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করেন বিরাট কোহলি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাকে তিন নম্বরেই খেলতে দেখা যায়। এবার বিশ্বকাপে তিনের বদলে তাকে ওপেন করতে দেখা যেতে পারে। ভারতের সাবেক ক্রিকেটারদের বিশ্লেষণ অন্তত এমন আভাস দিচ্ছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রাতে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বিশেষজ্ঞ ওপেনার হিসেবে স্কোয়াডে আছেন যশস্বী জয়সওয়াল। তবে বাঁহাতি তরুণের একাদশে জায়গা হবে কিনা নিশ্চিত না।

নিজের চ্যানেলে দল নিয়ে আলোচনায় রবীচন্দ্রন অশ্বিন বলেন, তার মনে হচ্ছে রোহিত-কোহলিই নামবেন শুরুতে, 'আমার মনে হয় রোহিত শর্মা ও বিরাট কোহলি ওপেন করবে। তিনে খেলবে সূর্যকুমার যাদব।'

একই আলোচনায় আরেক সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পাও দেন একই মত, 'রোহিত-কোহলি ওপেন করলে স্কাই (সূর্যকুমার) তিনে খেলতে পারবে। তার মতন ব্যাটার যত বেশি বল পাবে তত ভালো। চার নম্বর তার জন্য অনেক নিচে হয়ে যায়।'

বাংলাদেশের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে জয়সওয়ালকে না খেলানোতেও অনেকে আভাস দেখছেন কোহলির ওপেন করার। সেই ম্যাচে দেরিতে যুক্তরাষ্ট্র যাওয়ায় খেলেননি বিরাট কোহলি। রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যায় সঞ্জু স্যামসনকে। তিনে খেলেন রিশভ পান্ত।

রোহিত-কোহলি ওপেন করলে টপ অর্ডারে ডান-বাম চিন্তায় পান্তকে তিনে খেলানো হতে পারে। সেক্ষেত্রে সূর্যকুমারকে চারেই থাকতে হবে।

কিপার ব্যাটার হিসেবে পান্ত নাকি স্যামসন এই সিদ্ধান্তও নিতে হবে ভারতের টিম ম্যানেজমেন্টকে। আইপিএলে এই বছর দারুণ ছন্দে ছিলেন স্যামসন। পাঁচশোর বেশি রান করেছেন দেড়শোর উপর স্ট্রাইকরেট রেখে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ থাকা পান্ত দীর্ঘদিন পর আইপিএলে ফিরে দারুণ খেলেছেন। তিনিও দেখিয়েছেন সেরা অবস্থায় আছেন তিনি

Comments