ইংলিশদের বিপক্ষে ফিরছেন কামিন্স
নিজেদের প্রথম ম্যাচেই কিছুটা চমক উপহার দিয়েছিল অস্ট্রেলিয়া। ওমানের বিপক্ষে একাদশে রাখা হয়নি অভিজ্ঞ প্যাট কামিন্সকে। দীর্ঘদিন ধরে দলটির নিয়মিত এই মুখকে ছাড়াই খেলতে নেমে অবশ্য জয় পেয়েছিল অজিরা। ইংল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচের আগেও কামিন্সকে নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করেছে। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মার্শ জানিয়ে দিয়েছেন, কামিন্স খেলবেন ইংলিশদের বিরুদ্ধে। একইসঙ্গে আগের ম্যাচে তাকে না খেলানোর কারণও ব্যাখা করেছেন অজি অধিনায়ক।
শুক্রবার সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটাই মার্শ পেয়েছিলেন কামিন্সকে নিয়ে। শনিবার রাত এগারোটায় বার্বাডোজে জস বাটলারের দলের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কামিন্স কি খেলবেন সে ম্যাচে, এমন প্রশ্নের উত্তরে ম্যাচের আগেই একাদশ নিয়ে তথ্য জানাতে দ্বিধাবোধ করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। মার্শ বলে দিয়েছেন, 'হ্যাঁ, আমি সাহস করে বলতে পারি, প্যাটি (কামিন্স) একাদশে ফিরে আসবে।'
প্রথম ম্যাচে কামিন্সকে না খেলানোর পেছনে কী কারণ ছিল, সেটিও পরে জানিয়েছেন অজি কাপ্তান, 'সে অনেক ক্রিকেট খেলেছে, দীর্ঘ ভ্রমণ করে এসেছে, এবং আমরা নিশ্চিত করতে চেয়েছি সে যেন এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। তো, হ্যাঁ, এটাই।'
বিশ্বকাপের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে কামিন্সের জায়গায় ন্যাথান এলিসকে রেখেছিল অস্ট্রেলিয়া। ডানহাতি এই পেসার ৪ ওভারে ২৮ রানে দুই উইকেট নিয়ে নিজের কাজটা করে রেখেছেন। কিন্তু তাকে হয়তো ডাগআউটে বসেই খেলা দেখতে হবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচে। তবে এলিস যে থাকছেন না, তা সরাসরি জানাননি মার্শ, 'নেল (ন্যাথান এলিস) যেভাবে বোলিং করে, সে অনেক বৈচিত্র্য আমাদের এনে দেয়। সে ডেথ ওভারের জন্য দুর্দান্ত অপশন। কিন্তু আমার মনে হয়, আমাদের ১৫ জনের স্কোয়াডে বাছাই করার জন্য অনেক বোলিং অপশন রয়েছে। তো তিনজন পেসার, নাকি দুজন স্পিনার, সেটা চিন্তা করতে হবে এবং একটা দল সাজাতে হবে।'
ওমানের বিপক্ষে ম্যাচে তিন ওভার করে মিচেল স্টার্ক মাঠ ছেড়ে গিয়েছিলেন আগেভাগেই। দীর্ঘ আইপিএল খেলে আসা বাঁহাতি এই পেসার ইনজুরিতে পড়লেন কিনা, এমন শঙ্কা তৈরি হয়েছিল তাকে ঘিরে। তবে তাকে নিয়ে সংশয় দূর করে দিয়েছেন মার্শ, 'স্টার্ক পুরোপুরি ভালো আছে। গত ম্যাচে শুধু একটু ক্র্যাম্পে ভুগছিল। তো অযথা ঝুঁকি নেওয়া হয়নি এবং সে ফিট আছে।'
Comments