বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মুজিব, বদলি নিল আফগানিস্তান

Mujeeb Ur Rahman
মুজিব উর রহমান। ছবি: সংগ্রহ

আইপিএলে দল পেয়েও খেলা হয়নি মুজিব উর রহমানের। আঙুলের চোটে ছিটকে গিয়েছিলেন টুর্নামেন্টের শুরুতেই। এবার সেই চোটের ফিরে আসা তাকে বিশ্বকাপ থেকেও বঞ্চিত করে দিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে আফগানিস্তানের এই স্পিনার আর খেলতে পারবেন না। তার জায়গায় বদলি হিসেবে আফগানদের স্কোয়াডে যোগ দিয়েছেন হজরতউল্লাহ জাজাই।

যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে আয়োজিত চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেছিলেন মুজিব। উগান্ডার বিপক্ষে ৩ ওভারে ১৬ রান দিয়ে তিনি নিয়েছিলেন ১ উইকেট। সে ম্যাচের পর আর তাকে আফগানিস্তানের একাদশে দেখা যায়নি। প্রথম ম্যাচে ডাগআউটে বসে থাকা নূর আহমেদকে পরে খেলিয়েছে আফগানরা। শুক্রবার আইসিসির ইভেন্ট টেকনিকাল কমিটির অনুমোদনের পর জানানো হয়, আঙুলের চোটে ছিটকে পড়েছেন মুজিব। তার বদলি হিসেবে স্কোয়াডে এসেছেন জাজাই।

বাঁহাতি এই ওপেনার রশিদ খানের দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন। বোলিংয়ের শক্তিতে পূর্ণ আত্মবিশ্বাস আছে বলে বোলারের বদলে একজন ব্যাটারকেই স্কোয়াডে যোগ করেছে আফগানরা। তবে মুজিব অন্যান্য স্পিনারদের তুলনায় ভিন্ন। তার শক্তির জায়গা পাওয়ারপ্লে বোলিং। নতুন বলে বেশ দক্ষ  এই রহস্য স্পিনার। পাওয়ারপ্লের একটি দারুণ অপশনকে তাই হারাতে হচ্ছে আফগানিস্তানকে।

কলকাতা নাইট রাইডার্স শিরোপা জিতেছে সবশেষ আইপিএলে। চোটে পড়ে শিরোপা জয়ের অংশীদার হতে পারেননি মুজিব। এবার আফগানিস্তান প্রথম তিন ম্যাচের তিনটিতে জিতে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সুপার এইটে। কুড়ি ওভারের বিশ্ব আসরে ৭ ম্যাচে মাত্র ৬.২৫ ইকোনমিতে বোলিং করে ১২ উইকেট নিয়েছেন মুজিব

Comments

The Daily Star  | English
Tarique Rahman on interim government

Interim govt must not be allowed to fail: Tarique addresses BNP rally

Thousands join BNP rally from Nayapaltan to Manik Mia Avenue

9h ago