অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্শদীপকে রিভার্স স্যুইং করাতে দেখে অবাক ইনজামাম

Inzamam-Arshdeep

সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক বুঝতেই পারছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে কীভাবে বল রিভার্স স্যুইং করালেন আর্শদীপ সিং। আর্শদীপ কি বল টেম্পারিং করেছেন কিনা এমন গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি।

গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট লুসিয়ায় ভারত ম্যাচ জিতে ২৪ রানে। আগে ব্যাট করে ভারতের ২০৫ রানের জবাবে ১৮১ রানে আটকে যায় অজিরা। এই ম্যাচে বল হাতে ৩৭ রানে ৩ উইকেট নেন আর্শদীপ।

ইনজামাম তার ইউটিউব চ্যানেলে দাবি করেছেন, আর্শদীপ বলের আকৃতি নষ্ট করে রিভার্স স্যুইং করিয়েছেন,  'যখন আর্শদীপ ১৫তম ওভারে বল করছিল, বল রিভার্স স্যুইং হচ্ছিলো। নতুন বলে এটা তাড়াতাড়ি নয় কি? তার মানে বলটা ১২-১৩তম ওভারে প্রস্তুত করা হয়েছে। বলটা রিভার্স স্যুইংয়ের জন্য তৈরি হচ্ছিলো। ১৫তম ওভারে বল রিভার্স স্যুইং করেছে। আম্পায়ারদের খতিয়ে দেখা দরকার।'

যদিও ম্যাচে ১৫তম ওভারে বল করেননি ভারতের এই বাঁহাতি পেসার। তিনি দ্বিতীয় স্পেলে আসেন ১৬তম ওভারে। তখন ৩০ বলে অস্ট্রেলিয়ার দরকার ৬৫ রান। ১৮তম ওভারে আর্শদীপ যখন আবার আসেন, তখন অজিরা ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে। ১৮ বলে তাদের চাই ৫৩ রান। ওই ওভারে উইকেট পেলেও আর্শদীপ দেন ১৩ রান।

আর্শদীপ ঠিক কোন বলটাতে রিভার্স স্যুইং পেয়েছেন তা স্পষ্ট করেননি ইনজামাম। তবে তিনি চির প্রতিদ্বন্দ্বী দলের প্রতি করেন  অভিযোগ,  'যদি পাকিস্তানি বোলার এমন করত তাহলে অনেক কান্নাকাটি হতো। আমরা জানি কীভাবে বল রিভার্স হয়। যদি আর্শদীপ ১৫তম ওভারে বল রিভার্স করায় তাহলে বলে কিছু গুরুতর কাজ হয়েছে।'

'যদি বুমরাহ এটা করত বোধগম্য ছিলো। তার অ্যাকশনই এরকম। যখন অন্য বোলার নির্দিষ্ট অ্যাকশন ও গতিতে করে তার মানে বল বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। হয়ত উইকেট শক্ত ও খড়খড়ে। আমাদের দেখতে হবে।'

সাদা বলের ক্রিকেটে নিয়মিত রিভার্স স্যুইং পেতে দেখা যায় পাকিস্তানি পেসারদেরও। নানান সময়ে পাকিস্তানি বিভিন্ন পেসারের বিরুদ্ধেও বল টেম্পারিংয়ের অভিযোগ তোলা হয়েছে।

Comments

The Daily Star  | English
VAT changes by NBR

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago