প্রথম দিনে কোহলিদের হালকা মেজাজে অনুশীলন

Virat Kohli
মিরপুরে অনুশীলনে বিরাট কোহলি। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

আগের দিন সন্ধ্যায় বাংলাদেশে পা রাখার পর শুক্রবার দুপুরে নির্ধারিত সময়ের আগেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলে আসে ভারতীয় দল। গা গরমের ভলিবল খেলার পর ব্যাটিং, বোলিংয়ের অনুশীলন করেন তারা। সবচেয়ে বেশি ৫০ মিনিট ব্যাট করতে দেখা যায় বিরাট কোহলিকে।

শুক্রবার দুপুর দেড়টা থেকে একাডেমি মাঠে অনুশীলন ছিল ভারতের। কিন্তু তারা দুপুর সোয়া ১২টার দিকেই চলে আসে মাঠে। হালকা ওয়ার্মআপ করার পর ঘণ্টা খানেক পা দিয়ে ভলিবল খেলেন তারা।

Rohit Sharma
অনুশীলনে রোহিত শর্মা। ছবি: ফিরোজ আহমেদ

এরপরই একাডেমি মাঠের নেটে গিয়ে শুরুতে ব্যাট করতে নামেন রোহিত শর্মা, লোকেশ রাহুল ও শার্দুল ঠাকুর। তাদের পালা শেষ হলে যোগ দেন ইশান কিশান, বিরাট কোহলি।

বাকিরা আধঘণ্টার মতো অনুশীলন করলেও কোহলিকে টানা ৫০ মিনিট ব্যাট করতে দেখা গেছে। স্পিন, পেস ও থ্রো ডাউনে খেলেছেন ভারতের সেরা ব্যাটার।

Virat Kohli
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

বোলিং অনুশীলন করতে দেখা গেছে কুলদীপ সেন, শাহবাজ আহমেদ, মোহাম্মদ সিরাজ ও আকসার প্যাটেলকে।

নিউজিল্যান্ডে সিরিজ খেলা আসায় ভ্রমণ ক্লান্তির কারণে এদিন মাঠে আসেননি শেখর আইয়ার, শেখর ধাওয়ান, রিশভ পান্তরা। 

৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ- ভারত।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

2h ago