বাংলাদেশে এসে ছিটকে গেলেন শামি, ভারতের স্কোয়াডে উমরান

Umran Malik to replace Mohd. Shami

বাংলাদেশে আসার আগে রবীন্দ্র জাদেজাকে হারিয়ে শক্তি কমেছিল ভারতের, এবার সিরিজ খেলতে এসে তারা পেল আরেকটি খারাপ খবর। বাংলাদেশে প্রথম দিনের অনুশীলনেই হাতে চোটে পেয়ে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি, টেস্ট সিরিজের জন্যও অনিশ্চিত তিনি। ওয়ানডে দলে তার বদলে নেওয়া হয়েছে গতিময় পেসার উমরান মালিককে। 

বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও দুই টেস্টের দুই স্কোয়াডেই ছিলেন অভিজ্ঞ পেসার শামি। ওয়ানডের পাশাপাশি টেস্ট সিরিজেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানায়, অনুশীলনে হাতের পুরনো ব্যথা ফিরে আসে শামীর।অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপের সময় হাতে চোট পেয়েছিলেন। নতুন চোটের পর তার রিপোর্ট জাতীয় একাডেমিতে দেওয়া হয়েছিল। এরপরই তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত হয়। 

জাসপ্রিট বুমরাহর অনুপস্থিতিতে ৩৩ পেরুনো পেসার দলের অন্যতম ভরসা। বাংলাদেশ সফরে আছে ভারতের 'এ' দলও। সেই দলের হয়ে সাফল্য পেয়েছেন নবদীপ সাইনি ও মুকেশ কুমার। টেস্ট সিরিজের এই দুজনের একজনকে ডাকা হতে পারে।

এদিকে ওয়ানডের মতো টেস্ট সিরিজ থেকেও ছিটকে পড়তে যাচ্ছেন জাদেজা। তার বিকল্প হিসেবে সৌরভ কুমারকে দলে নিতে পারে ভারত।

ওয়ানডে সিরিজের ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার ও কুলদীপ সেন, উমরান মালিক। 

টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

2h ago