স্বপ্ন সত্যি হওয়ায় রোমাঞ্চিত লিটন

Liton Das
ফুরফুরে মেজাজে আছেন লিটন দাস। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের হয়ে এর আগে একবার টস করতে নেমেছিলেন লিটন দাস। তবে সেটা ছিল কেবল একটা টি-টোয়েন্টি ম্যাচে। এবার পুরো সিরিজে ওয়ানোডের নেতৃত্ব এসেছে তার কাঁধে। দেশকে নেতৃত্ব দেওয়ার যে ওজন সেটা এবারই প্রথম টের পাবেন তিনি। এমন গৌরবের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিত এই ক্রিকেটার।

নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল কুঁচকির চোটে ছিটকে যাওয়ায় লিটনকে করা হয় অধিনায়ক। রোববার বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হিসেবে টস করতে নামবেন তিনি।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে প্রথম হাজির হলেন লিটন। ব্যাট হাতে নান্দনিকতা আর সাম্প্রতিক ধারাবাহিকতায় দেশের ক্রিকেটের বড় নাম তিনি। এবার নেতৃত্বে তার মুন্সিয়ানা দেখার অপেক্ষা।

নেতৃত্ব পেয়ে শুরুতেই জানালেন নিজের রোমাঞ্চের কথা,  'ধন্যবাদ বিসিবিকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুব রোমাঞ্চিত। একটা বড় সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব ভালো করার।'

দিনাজপুরের প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার থেকে ক্রিকেটের যাত্রা শুরু লিটনের। পরে বিকেএসপির ধাপ পেরিয়ে আসেন জাতীয় দলে। সেখানেও শুরুর সময়টা ছিল নড়বড়ে, দলে জায়গা থিতু হতে লেগেছে অনেকটা সময়। গত দুই বছরের বেশি সময় ধরে সব সংস্করণে দলে সেরা ব্যাটার হয়ে উঠেন তিনি।

পারফরম্যান্সের ধারাবাহিকতায় তার কাঁধে আসে টেস্ট দলের সহ-অধিনায়কত্ব। এবার আরও বড় দায়িত্ব পেয়ে নিজের স্বপ্নপূরণ দেখছেন ডানহাতি ব্যাটার,  'অনেক মজার ছিল (যাত্রা)। অনেক উত্থান-পতন ছিল। এত কিছুর পরও দেশকে নেতৃত্ব দিতে পারা লিটনের জন্য অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো, আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রত্যেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় স্বপ্ন দেশকে নেতৃত্ব দেওয়া।'

'একজন খেলোয়াড় হিসেবে সব সময় একটা দায়িত্ব তো থাকেই। এখন অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের গাইড করার একটা বাড়তি দায়িত্ব থাকবে।'

২০২১ সালে নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে একটা টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন। তার মতে, 'সেটা তো ছিল ভ্যাকেশনের মতো।'

তবে এবারও যে খুব সময় নিয়ে তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে এমন নয়। দায়িত্বটা এই দফাতেও এসেছে হুট করে,  'এবার আপনারা যেভাবে খবর পেয়েছেন গতকাল, আমিও তেমনভাবে অধিনায়কত্বের খবরটা পেয়েছি।'

তিন ওয়ানডের সিরিজে আগামী দিন দশেক দলের ভার লিটন কীভাবে বইতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

Comments

The Daily Star  | English

Funeral of Pope Francis begins at Vatican

Applause rang out as the wooden coffin, inlaid with a large cross, was brought out of St. Peter's Basilica and into the sun-filled square by white-gloved, black-suited pallbearers.

2h ago