বাংলাদেশ-ভারত লড়াই এখন ‘রোমাঞ্চকর দ্বৈরথ’

পরিসংখ্যানে ভারতের বিপক্ষে বাংলাদেশের হারার পাল্লাই অনেক ভারি। তবে বড় মঞ্চে খেলা হলে দুদলের লড়াই হয় তীব্র। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেই টানটান উত্তেজনার অনেক ম্যাচই দেখা গেছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দুই দলের লড়াইকে তকমা দিলেন 'রোমাঞ্চকর দ্বৈরথ' হিসেবে।
অস্ট্রেলিয়ায় শেষ হওয়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তুমুল লড়াই হয় দুই দলের। ঘটনাবহুল ম্যাচটিতে মাত্র ৫ রানে জিতে ভারত।
আগে ব্যাট করে ১৮৪ রান করেছিল ভারত। সেই রান তাড়ায় নেমে বিস্ফোরক শুরু করেন লিটন দাস। তার ব্যাটে ৬ ওভারেই ৬০ রান করে ফেলেছিল বাংলাদেশ। পরে বৃষ্টিতে বদলে যায় সব হিসাব। ডিএলএস মেথডে ১০ উইকেট হাতে ৯ ওভারে ৮৫ রানে লক্ষ্য অল্পের জন্য পার হওয়া হয়নি বাংলাদেশের। সেই ম্যাচে বিরাট কোহলি 'ফেক ফিল্ডিং' ইস্যুতে উত্তপ্ত হয় দুই দেশের সমর্থকদের পরিস্থিতি।
সেই ম্যাচ পর রোববারই আবার মুখোমুখি হতে যাচ্ছে দুদল। এবার লড়াই ওয়ানডের। সিরিজ শুরুর আগের দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত জানান, এবারও তাদের পড়তে হবে কঠিন পরিস্থিতিতে, 'আমার মনে হয় অনেক বছর ধরে এটা এখন রোমাঞ্চকর দ্বৈরথ। গত সাত-আট বছরে বাংলাদেশ ক্রিকেট দল এখন অনেক ভিন্ন হয়ে গেছে। তারা খুব চ্যালেঞ্জিং দল, আমরা তাদের সঙ্গে সহজে জিততে পারি না। তাদের সঙ্গে জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে। যত বার খেলা হয় খুব লড়াই হয়।'
'গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেন কতটা প্রবল লড়াই হয়েছিল। ২০১৫ সালে এখানে আমরা সিরিজ হেরেছিলাম। আমরা জানি কয়েক বছরে তারা অনেক উন্নতি করেছে। আমাদের সেরা ক্রিকেট খেলেই জিততে হবে। আমাদের জন্য সহজ হবে না।'
এর আগে বাংলাদেশ অধিনায়ক লিটনও জানান ভারতের সঙ্গে সমান তালে লড়ার সব রসদই আছে তাদের। লিটনের মতে ভারত জানে এখন আর 'আন্ডারডগ নয়' বাংলাদেশ।
রোববার মিরপুরে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম ওয়ানডে।
Comments