মিরপুরের ‘ভীতি জাগানিয়া’ গ্যালারিতে ‘চাপ’ দেখছেন রোহিত

Rohit Sharma
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ফুটবল বিশ্বকাপ উন্মাদনার মাঝে ভারত-বাংলাদেশ সিরিজটা বড় অসময়ে হয়ে গেল কিনা, এই সংশয় ছিল কদিন আগেও। তবে টিকেট ছাড়ার পর কী হতে পারে, পাওয়া গেল আভাস। রোববার স্বাগতিক দলের সমর্থনে মিরপুরের গ্যালারি যে ভরপুর থাকবে তা এক প্রকার নিশ্চিত। নিজেদের বিরুদ্ধে দর্শকদের এই বিপুল আওয়াজকে একটা চাপের কারণ মনে করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

শনিবার প্রথম ওয়ানডের টিকেট বিক্রি শুরু হওয়ার পর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দেখা যায় তুমুল ভিড়। সেই টিকেট ফুরিয়ে যেতেও সময় লাগেনি। টিকেটের জন্য হাহাকার চলছে আরও অনেকের মাঝে।

দুনিয়ার সব দেশেই খেলতে গেলে দর্শক সমর্থন পায় ভারত, ব্যতিক্রম বাংলাদেশ।  সংবাদ সম্মেলনে ভারত অধিনায়কের কাছে তাই প্রশ্ন গেল দর্শকদের চাপ নিয়ে, অকপটে তিনি তা স্বীকার করে নিলেন,  'এখানে (গ্যালারিতে বেশি সমর্থন) পাব না (হাসি)…। হ্যাঁ (দর্শকদের কারণে)… ভারত কিছুটা চাপে থাকবে। এখানের দর্শক উপস্থিতি ভীতি জাগানিয়া হতে পারে। এতে কোনো সংশয় নেই। তারা আবেগী সমর্থক এবং বরাবরই দলের পাশে থাকে। দলের জন্য এটা রোমাঞ্চকর।'

রোহিত, বিরাট কোহলিরা বাংলাদেশে অনেকবার খেলে গেলেও  রিশাভ পান্ত, লোকেশ রাহুল, মোহাম্মদ সিরাজ, ইশান কিশানসহ কয়েকজন এখানে এসেছেন প্রথমবার। তবে তাতে সমস্যা দেখছেন না রোহিত,  'আমাদের  অনেকে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে। তবে এতে কিছু বদলাচ্ছে না। এমন বড় দর্শক সমাগমের সামনে খেলে আমরা অভ্যস্ত। বিশেষ করে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেলতে গেলে, সেখানের দর্শক উপস্থিতিও ভয় জাগানোর মতো হয়। তারা নিজ দলের জয় নিশ্চিত করতে চায়, দলের পাশে থাকে।'

'এখানেও বিষয়টি একইরকম। তবে এটি আমাদের ছেলেদের ওপর তেমন প্রভাব ফেলবে না। তারা চাপের মধ্যে অনেক দর্শকের সামনে খেলতে অভ্যস্ত। এসব চ্যালেঞ্জ সামলে খেলতে পারে। তাই আমার মনে হয় না, এটি বড় কোনো পার্থক্য তৈরি করতে পারে।'

Comments

The Daily Star  | English

Magura child rape case trial begins; four indicted

The court has set April 27 for the next date of hearing in the case

27m ago