বাংলাদেশের কাছে হারের পর শাস্তিও পেল ভারত

ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে খেলা শেষে ভারতকে এই জরিমানা করেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
india cricket
ছবি: ফিরোজ আহমেদ

তুমুল উত্তেজনায় বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে ম্যাচ হারের পর মন্থর ওভার রেটের সাজায় পড়ল ভারত। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ না করায় ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে দলটিকে।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, রোববার মিরপুরে বাংলাদেশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময় থেকে ৪ ওভার পেছনে ছিল। ফলে এই শাস্তি দেওয়া হচ্ছে তাদের।

ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে খেলা শেষে ভারতকে এই জরিমানা করেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, টিভি আম্পায়ার শরফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত চতুর্থ আম্পায়ার গাজী সোহেল এই তাদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন।

রোমাঞ্চকর ম্যাচটিতে আগে ব্যাট করে সাকিব আল হাসানের ঘূর্ণি তোপে মাত্র ১৮৬ রান করে ভারত। রান তাড়ায় লিটন দাসের ব্যাটে এগিয়ে গেলেও এক সময় পথ হারায় বাংলাদেশ। ১২৮ থেকে ১৩৬ রানে যেতে হারায় ৫ উইকেটে। এক পর্যায়ে ১ উইকেট হাতে নিয়ে ৫১ রান দরকার ছিল স্বাগতিকদের। অবিশ্বাস্য সেই সমীকরণ দুর্দান্ত এক জুটিতে মিলিয়ে দেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ পায় স্মরণীয় জয়।

ম্যাচের উত্তেজনাময় মুহুর্ত তৈরি হওয়ায় বল করতে বাড়তি সময় নেয় ভারত। নিজেদের মধ্যে পরামর্শ করতে গিয়েও সময় ব্যয় হয় তাদের। তার মাশুল এবার জরিমানা দিয়ে দিতে হচ্ছে তাদের।

বুধবার একই ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ হার এড়ানোর লড়াইয়ে নামবে রোহিত শর্মার দল।

Comments

The Daily Star  | English

BNP's Dholaikhal rally begins

Hundreds of party leaders, supporters and activists had already arrived at the rally venue around 1:30pm, wearing colourful caps, carrying placards and posters, and chanting anti-government slogans

7m ago