বাংলাদেশের মানুষের আবেগ আর উৎসাহ ভালো লাগে ধাওয়ানের

Shikhar Dhawan
শিখর ধাওয়ান। ছবি: ফিরোজ আহমেদ

ভারতের বিপক্ষে খেলা হলেই ব্যাপক আগ্রহ বোধ করেন বাংলাদেশের মানুষ। দুই দলের লড়াইয়ে এখন মাঝে মাঝেই তৈরি হয় রোমাঞ্চকর পরিস্থিতি। যেখানেই খেলা হোক গ্যালারিতে লাল সবুজের পক্ষে ঢেউ উঠে তীব্র। বাংলাদেশে খেলতে এসে সেটা আরও টের পাচ্ছেন শিখর ধাওয়ান। দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের সমর্থকদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

গত রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ছিল ভরপুর। নাটকীয় লড়াইয়ে বাংলাদেশের ১ উইকেটের জয় সমর্থকদের উচ্ছ্বাস বাড়িয়ে দেয় কয়েকগুণ।

গ্যালারি থেকে দর্শকদের তৈরি করা এই চাপকে বেশ মজার চ্যালেঞ্জ হিসেবে দেখেন ধাওয়ান। এখানকার দর্শকদের উদ্দীপনা দেখে ভালো খেলার প্রেরণা পান তারাও,  'বাংলাদেশের বিপক্ষে বা যেকোনো দলের বিপক্ষে দ্বৈরথ থাকলে আপনি সেটা টের পাবেন। বাংলাদেশের মানুষরা খুবই আবেগী, খেলাটাকে ব্যাপক উৎসাহ নিয়ে উপভোগ করতে আসে। তাদের এই উদ্দীপনা আমাদেরও তাতিয়ে দেয়। আপনাদের সব সময়ই চাপে রাখে।'

বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটার জানান, বাংলাদেশের দর্শকদের আওয়াজ ক্রিকেটের জন্যই বেশ উপভোগ্য ব্যাপার, 'এটা খুব মজার। এরকম তীব্রতার মধ্যে খেললে একটা দলের সেরাটা বেরিয়ে আসে। বাংলাদেশের মানুষরা যেভাবে তাদের দলকে এবং ক্রিকেটকে সমর্থন করে করে তা দেখতে খুব ভালো লাগে। এটা দেখতে পারা সৌভাগ্যের।'

মিরপুরে বুধবার দুপুর ১২টায় দ্বিতীয় ওয়ানডেতে নামবে ভারত-বাংলাদেশ। ম্যাচটি জিতলে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জিতবে লাল সবুজের প্রতিনিধিরা।

Comments