মিরপুরের ধাঁধার সমাধানের খোঁজে ভারত

সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন, মিরপুরের উইকেটের কারণেই চাপে থাকবে ভারত। প্রথম ওয়ানডেতে নেমেই ভারত টের পায় পরিস্থিতি। মিরপুরের ধাঁধার সমাধান করতে না পেরে মামুলি পুঁজি নিয়ে ম্যাচ হারে তারা। দ্বিতীয় ওয়ানডের আগে তাই উইকেট নিয়ে বেশ সতর্ক দলটি।
মঙ্গলবার মাঠে এসে বেশ সময় নিয়ে উইকেট দেখতে চান রোহিত শর্মা। কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে কথা বলেন তিনি। নেড়ে চেড়ে দেখেন মিরপুরের বাইশগজ।
প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং পেয়ে ১৮৬ রানে গুটিয়ে যায় ভারত। রান তাড়ায় সহজ জয়ের দিকে থেকেও পরে পথ হারিয়ে ফেলেছিল বাংলাদেশও। শেষ উইকেটে ৫১ রানের জুটিতে নাটকীয়ভাবে পরে দলকে জেতান মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
অর্থাৎ উইকেট যে ব্যাট করার জন্য বেশ কঠিন ও রহস্যময় তা পরিষ্কার। এদিন সংবাদ সম্মেলনে এসে শিখর ধাওয়ান জানালেন, প্রথম ওয়ানডেতে উইকেটের কারণেই তাদের হিসাব নিকাশ হয়েছিল গড়বড়, 'আমরা যখন উইকেটটা দেখলাম মনে হলো এটা একটু আড়ষ্ট থাকবে। প্রথম কয়েক ওভার পর বিশ্বের অন্য জায়গার মতো হয়ে যাবে। আসলে যখন আমি এখানে শেষবার খেলেছিলাম তখন এরকমই ছিল।'
'কিন্তু এবার তেমনটি ছিল না। এটা আমাদের ব্যাটিং দক্ষতা ও মানসিক দক্ষতার ভালো পরীক্ষা নিয়েছে। পরে আমরা চেষ্টা করেছি পরিস্থিতি বুঝে রান করার।'
Comments