টস হারার আশায় আছেন বাংলাদেশের কোচ!

Russell Domingo
সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো। ছবি: ফিরোজ আহমেদ

প্রথম ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে আসার সুবিধা পেয়েছিল বাংলাদেশ। ভারতকে ব্যাট করতে দিয়ে আটকে রেখেছিল দুইশোর নিচে। পরে রান তাড়ায় শিশির ভেজা মাঠে শেষ দিকে সুবিধা পেয়েছেন ব্যাটাররা। তবে এই সমীকরণ সব সময় মিলবে এমন না। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো তাই টস নিয়ে আছেন গোলকধাঁধায়।

মিরপুরের উইকেট বরাবরের মতই মন্থর। বল থেমে আসে। আবার দুই রকম বাউন্স ও গতি দ্বিধায় ফেলে ব্যাটারদের। লক্ষ্য ঠিক করতে নেমে কোন পরিকল্পনায় কত রানের জন্য খেলা উচিত অনেক সময়ই বোঝা যায় না।

আবার সন্ধ্যার পর বল শিশিরে ভিজে গেলে স্পিনারদের গ্রিপ করতে হয় সমস্যা। তখন আবার পেসাররা পান কিছুটা মুভমেন্টে সুবিধা। মাঝে স্কিড করে উইকেটের পরিস্থিতি তৈরি হয়।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান, সিদ্ধান্ত নেওয়ার জটিলতা থেকে বাঁচতে টস হারাটাই প্রত্যাশা করছেন তারা,  'আমি আশা করি আমরা টসটা হারব (হাসি)। আমরা কখনই নিশ্চিত হতে পারি না কি করা দরকার। প্রথমে ব্যাট করার একটা মূল্য আছে। আবার রাতের আলোয় বল ফসকে যায় (বোলারদের হাত থেকে)। এখনে ২০টির মধ্যে ১৭ ম্যাচে যে দল ২০০ রান করবে তারা জিতবে। মাঝেমাঝে আপনি খুব বাড়তি চেষ্টা করে দ্রুত আউট হয়ে যেতে পারেন। আমি জানি না টস গুরুত্বপূর্ণ কিনা।'

Comments

The Daily Star  | English
LDC graduation

Graduation or deferral: Is Bangladesh ready for the post-LDC era?

It now needs to be decided whether Bangladesh should actively pursue a deferral of LDC graduation.

5h ago