স্পিন শক্তি বাড়িয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নাটকীয় এক জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়। আর সে লক্ষ্যে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। এদিনও টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তবে এবার বেছে নিয়েছেন ব্যাটিং। স্পিন শক্তি বাড়াতে এদিন একাদশে আনা হয়েছে নাসুম আহমেদকে।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচ শুরু হওয়ার আগে মূল আলোচনা ঘরের মাঠে সবশেষ সিরিজের পুনরাবৃত্তি হবে না-কি সমতায় ফিরবে ভারত। ২০১৫ সালে সেবার প্রথম দুটি ম্যাচ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। সে দলের অনেকেই রয়েছেন বর্তমান দলে।
এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। হাসান মাহমুদকে বাদ দিয়ে নাসুম আহমেদকে দলে এনেছে দলটি। অর্থাৎ পেসার একজন কমিয়ে বাড়ানো হয়েছে স্পিনার। অর্থাৎ মোস্তাফিজুর রহমানের সঙ্গে পেস আক্রমণে থাকছেন ইবাদত হোসেন। অর্থাৎ ছয় স্পেশালিষ্ট বোলার নিয়ে নেমেছে টাইগাররা।
অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারত। শাহবাজ আহমেদকে বসিয়ে দলে নেওয়া হয়েছে অক্সয় প্যাটেল। তবে কুলদিপ সেন ছিটকে গেছেন সিরিজ থেকে। তাই বাধ্য হয়ে তার জায়গায় আনা হয়েছে ওমরান মালিককে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্সয় প্যাটেল, শার্দুল ঠাকুর, দিপক চাহার, মোহাম্মদ সিরাজ ও ওমরান মালিক।
Comments