চোট পেয়ে স্ক্যান করাতে হাসপাতালে রোহিত

ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ নিতে গিয়ে হাতে ব্যথা পান রোহিত শর্মা। পরে স্ক্যান করাতে তাকে নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, ফিল্ডিং করার সময় বাম হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। দ্রুতই বিসিসিআইর মেডিকেল বিভাগ তার অবস্থা পর্যবেক্ষণ করে।
পরে রোহিতকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে তার আঙুলে স্ক্যান করে দেখা হচ্ছে কোন চিড় আছে কিনা।
সিরাজের করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি ছিল আউটস্যুয়িং। ব্যাটার এনামুল হক বিজয়ের খোঁচায় ক্যাচ যায় প্রথম স্লিপে। সহজ ক্যাচটি ধরতে পারেননি রোহিত, হাতেও ব্যথা পেয়ে যান তিনি। পরের বলেই অবশ্য বিজয়কে এলবিডব্লিউতে ফিরিয়ে দেন সিরাজ।
রোহিত মাঠে না থাকায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল। ভারত অধিনায়ক রান তাড়ায় ইনিংস ওপেন করতে পারবেন কিনা, তা এখন সংশয়ে।
Comments