মুম্বাই ফিরে যাচ্ছেন রোহিত, দুই পেসারকেও হারাল ভারত

এই হারের পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মাসহ স্কোয়াডের তিন খেলোয়াড়কে হারানোর দুঃসংবাদ পেয়েছে দলটি।
Rohit Sharma
চোট নিয়েও ব্যাট করতে নামেন রোহিত শর্মা। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের কাছে আরেকটি রোমাঞ্চকর ম্যাচে নাটকীয় লড়াই শেষে হার মানল ভারত। এক ম্যাচ আগেই সিরিজও হারল তারা। এই হারের পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মাসহ স্কোয়াডের তিন খেলোয়াড়কে হারানোর দুঃসংবাদ পেয়েছে দলটি।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারের নাটকীয়তায় ভারতকে ৫ রানে হারায় বাংলাদেশ। এই ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান রোহিত।

এই চোটেই তিনি ওপেন করতে নামতে পারেননি। দলের পরিস্থিতি চরম বাজে অবস্থায় থাকায় রোহিত নামেন নয় নম্বরে। ব্যান্ডেজ পরে, গ্লাভস কেটে খেলতে নেমে বিস্ফোরক ইনিংসে ঘুরিয়ে দিতে থাকেন ম্যাচের ছবি। শেষ বলে ছক্কার সমীকরণ মেলাতে না পারায় তার ২৮ বলে ৫১ রানের ইনিংস থেকেছে বৃথা। এবার শেষ ওয়ানডেতে ছিটকে পড়ার পাশাপাশি টেস্টেও অনিশ্চিত হয়ে পড়লেন তিনি।

ম্যাচ শেষে কোচ রাহুল দ্রাবিড় জানালেন, পুরো সিরিজেই চোট সমস্যায় জর্জর হয়ে পড়েছেন তারা, তৃতীয় ওয়ানডেতে পাচ্ছেন না তিনজনকে,  'আমরা কিছু চোট সমস্যায় ভুগছি, যা আমাদের জন্য আদর্শ নয়।  কুলদীপ (সেন), দীপক (চাহার) ও রোহিত (শর্মা) তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না।  রোহিত কাল মুম্বাই ফিরে যাবে। সেখানে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবে দেখবে যে টেস্ট ম্যাচে ফিরতে পারে কিনা। আমি নিশ্চিত না। তবে এটা নিশ্চিত যে তারা পরের ম্যাচে খেলতে পারছে না।'

পেসার দীপক চাহার এই ম্যাচে বল করেছেন স্রেফ তিন ওভার। এরপরই আর বল করতে পারেননি। এই ম্যাচের চোটের কারণে খেলতে পারেননি কুলদীপ। এর আগে চোটের কারণে দেশে ফিরে যান রিশভ পান্ত। তৃতীয় ওয়ানডে খেলার জন্য ভারতের স্কোয়াডে তাই আছেন তেরজন।

Comments

The Daily Star  | English

Abantika: A victim of institutional neglect

The universities also didn't organise any awareness activities regarding where and how to file complaints.

5h ago