ভারতকে সিরিজ হারিয়ে ‘স্বপ্ন সত্যি হলো’ লিটনের

ম্যাচশেষে অনুভূতি প্রকাশের জন্য তাই বলার মতো কিছু খোঁজে পেলেন না লিটন দাস। তার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।
Liton Das
সিরিজ জেতার পর পুরো দলের সঙ্গে উৎসবে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: ফিরোজ আহমেদ

নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতিতে সুযোগ মিলেছিল দলকে নেতৃত্ব দেওয়ার। তাতেই বাজিমাত করলেন লিটন দাস। অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই হলেন সফল, ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ। ম্যাচশেষে অনুভূতি প্রকাশের জন্য তাই বলার মতো কিছু খুঁজে পেলেন না এই ওপেনার। তার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে অবশ্য শুরুতেই বিপদে পড়েছিল টাইগাররা, স্কোরবোর্ডে ৬৯ রান যোগ করতেই তারা হারিয়ে ফেলে ছয় উইকেট। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের রেকর্ড জুটিতে চ্যালেঞ্জিং পুঁজি পায় লাল সবুজের প্রতিনিধিরা। সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক ৭৭ রান করে ফিরে গেলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ১০০ রান করে থাকেন অপরাজিত।

বল হাতেও জ্বলে ওঠে বাংলাদেশ, নিয়মিত বিরতিতে তুলে নেয় উইকেট। শেষদিকে রোহিত শর্মার ২৮ বলে ৫১ রানের ইনিংসও পারেনি ভারতকে জয় এনে দিতে। ৫০তম ওভারে ২০ রান দরকার হলেও মোস্তাফিজুর রহমানের করা সেই ওভারে ১৪ রানের বেশি নিতে পারেনি সফরকারীরা। তিন উইকেট নিয়ে অবদান রাখেন এবাদত হোসেনও, দুটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও মিরাজ।    

ম্যাচশেষে সতীর্থদের প্রশংসা করতে কার্পণ্য করলেন না লিটন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, 'খুবই আনন্দ লাগছে। প্রথম অধিনায়কত্বেই সিরিজ জয়। কিছুই বলার নেই, স্বপ্ন সত্যি হলো। ছেলেরা খুবই ভালো খেলেছে।'

সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ-মিরাজের ১৪৮ রানের রেকর্ড (ভারতের বিপক্ষে যেকোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ) জুটি নিয়ে লিটন বলেন, 'আমি ছেলেদের বলেছিলাম ২৪০ রানই যথেষ্ট। মিরপুরে এটা ভালো স্কোর হবে। আমরা চাপে ছিলাম। ২০ ওভারে আমরা ছয় উইকেট হারিয়ে ফেলেছিলাম। কিন্তু যেভাবে রিয়াদ ভাই ও মিরাজ খেলেছে, দুর্দান্ত ছিল সেটা। আমি জানি না উইকেটে তারা নিজেদের মধ্যে কি কথা বলেছিল কিন্তু তারা যেটা করেছে, খুবই ভালোমতো করেছে। আমি খুবই খুশি।'

দ্বিতীয় ইনিংসে যে উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক আচরণ করছে সেটাও ঠিক সময়ে ধরে ফেলেছিলেন তিনি, 'আমি ভাবছিলাম যদি আমার মূল বোলারকে দিয়ে বল করিয়ে যাই তাহলে চাপে পড়তে পারি কারণ ম্যাচের দ্বিতীয় ভাগে উইকেট (ব্যাটিংয়ের জন্য) অনেক ভালো হয়ে গিয়েছিল। আমি স্রেফ আমার বোলারদের বদল করেছি।'

শনিবার চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সিরিজ নিশ্চিত হলেও ম্যাচটি লাল সবুজের প্রতিনিধিরা হালকাভাবে নেবে না বলে জানিয়ে দিলেন লিটন, 'অবশ্যই আমরা জয়ের জন্য মাঠে নামব। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা ও আবার ম্যাচ জেতা।'

Comments

The Daily Star  | English

Abantika: A victim of institutional neglect

The universities also didn't organise any awareness activities regarding where and how to file complaints.

5h ago