টেস্টে টপ অর্ডার নিয়ে শঙ্কার মেঘ

টপ অর্ডার পারফর্ম না করলেও মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। টেস্টে একা কারো পক্ষে সেই হিসাব মেলানো কঠিন। ভারতের বিপক্ষে লাল বলের বড় পরীক্ষার আগে তাই উপরের ব্যাটারদের রান খরা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে ফেলছে দুশ্চিন্তায়।
ওয়ানডে সিরিজ শেষ করে রোববার পুরো দলকে দেওয়া হয়েছিল বিশ্রাম। তবে বিশ্রামের দিনেও যিনি সব সময় মাঠে যান সেই মুশফিকুর রহিম এবারও দিনটা আরাম করে পার করেননি। তাইজুল ইসলামকে নিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন, অনুশীলন চালিয়েছেন নেটে।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে এবার রান আসেনি মুশফিকের ব্যাটে (৩ ম্যাচে ৩৭)। লাল বলে নামার আগে স্বাভাবিকভাবে নিজের প্রস্তুতির কোন খামতি রাখতে চাইবেন না অভিজ্ঞ ব্যাটার। ওয়ানডেতে ভোগান্তি থাকলেও অবশ্য টেস্টে বেশ ভালো ছন্দেই পাওয়া যাচ্ছে তাকে। সর্বশেষ তিনটা টেস্ট ইনিংসের দুইটাতেই করেছেন সেঞ্চুরি। এবার জাতীয় লিগে নেমেও পেয়েছেন সেঞ্চুরি।
টেস্টে মুশফিকের আগে যারা ব্যাট করতে নামবেন, দুশ্চিন্তা মূলত তাদের নিয়ে। চোটের কারণে তামিম ইকবাল প্রথম টেস্টে নেই। দ্বিতীয় টেস্টও অনিশ্চিত। রোববার একটি ফিটনেস পরীক্ষা হয়েছে তার। দুদিন পর বোঝা যাবে পরের টেস্টে তিনি খেলতে পারবেন কিনা।
তামিমকে হিসাবের বাইরে রাখলে সংকটের শুরুটা ওপেনিং নিয়ে। মাহমুদুল হাসান জয় অনেক প্রতিশ্রুতি নিয়ে এলেও রান পাচ্ছেন না কোথাও। জাতীয় ক্রিকেট লিগ, 'এ' দলের ভারত সফর, ভারত 'এ' দলের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ- কোথাও রান নেই তার ব্যাটে। ভারতের 'এ' দলের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করে প্রথমবার টেস্ট দলে এসেছেন জাকির হাসান। এই দুজন ছাড়া ওপেন করতে পারেন, এমন আছেন নাজমুল হোসেন শান্ত আর এনামুল হক বিজয়। শান্ত টেস্টে ধারাবাহিকতার অভাবে ধুঁকছেন, এনামুলের ব্যাটও সেভাবে হাসছে না।
নির্বাচকদের সবচেয়ে চিন্তায় রেখেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ব্যাটে রান খরায় নেতৃত্ব হারিয়েছিলেন। দায়িত্বের বোঝা ঘাড় থেকে নামিয়েও ব্যাটকে কথা বলাতে পারছেন না তিনি। ৪, ১৭, ৬, ১৫ - সাম্প্রতিক সময়ে লাল বলে মুমিনুলের কয়েকটি ইনিংসের রান এসব। আরেকটু পেছনে গেলে চিত্রটা তার জন্য আরও বিব্রতকর হবে।
নির্বাচক হাবিবুল বাশার সুমন দ্য ডেইলি স্টারকে জানান, টেস্টের আগে টপ অর্ডার নিয়ে বেশ ভালোই অস্বস্তি টের পাচ্ছেন তারা, 'তামিম না থাকা আমাদের জন্য একটা বড় ধাক্কা। কারণ টপ অর্ডারে অন্য কেউও রানে নেই। এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার।'
'জাকিরকে নিয়েছি সে অনেক রান করেছে ডমিস্টিকে আর 'এ' দলের হয়ে। তাকে আমরা ওপেনার হিসেবেই ট্রিট করছি। কিন্তু তামিম না থাকায় ওপেনিং অনেক অনভিজ্ঞ হবে। আসলে বড় পরীক্ষা সামনে।'
সর্বশেষ ৯টি টেস্ট ইনিংসে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি মুমিনুল। ছন্দ ফেরাতে তাকে 'এ' দলের হয়ে দুটি সিরিজ খেলানো হয়েছে। সেখানেও নিষ্প্রভ তার ব্যাট। রান পাননি জাতীয় লিগে নেমেও।
চট্টগ্রামের মাঠে টেস্টে মুমিনুলের দারুণ রেকর্ড থাকার পরও একাদশে তাই ঠাঁই পাওয়া দুলছে অনিশ্চয়তায়। হাবিবুল জানালেন, কিছু অনুশীলন সেশন পরখ করে মুমিনুলের ব্যাপারে সিদ্ধান্ত আসতে চান তারা, 'মুমিনুল একদম রানে নেই। আমাদের সবচেয়ে বড় টেস্ট ব্যাটসম্যান বলি তাকে৷ সেই রানে নাই। এটা খুব চিন্তার৷ বলা যাচ্ছে না সে একাদশে থাকবে কিনা। কাল, পরশু দেখে হয়ত বোঝা যাবে। চট্টগ্রাম যেহেতু তার প্রিয় ভেন্যু। এটা একটা ব্যাপার। '

মুশফিক ও তাইজুল ছাড়া বাংলাদেশের বাকি ক্রিকেটাররা দিনটা পার করেছেন পুরোপুরি বিশ্রামে। ভারতের টেস্ট স্কোয়াডের সদস্যরা অবশ্য পুরোদমেই অনুশীলন করেছেন। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন চেতশ্বর পূজারা, রবীচন্দ্রন অশ্বিন। ওয়ানডে সিরিজে হারের যন্ত্রণা টেস্টে লাগব করতে চাইবে ভারত। টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ভারতীয়দের গুরুত্বও আলাদা। সব মিলিয়েই বাংলাদেশের সামনে অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ।

Comments